ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ব্রাজিলের সাতে সাত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫২, ৩ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১০:২৬, ৩ সেপ্টেম্বর ২০২১
ব্রাজিলের সাতে সাত

গত ১০ জুলাই মারাকানায় আর্জেন্টিনার কাছে কোপা আমেরিকা ফাইনাল হেরে অপরাজিত থাকার মর্যাদা হারানো ব্রাজিল জয়ে ফিরল। বাংলাদেশ সময় শুক্রবার তারা চিলিকে ১-০ গোলে হারাল। তাতে করে কাতার বিশ্বকাপের দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইয়ে শতভাগ সাফল্য ধরে রেখেছে ব্রাজিল।

বদলি মাঠে নামা এভারটন রিবেইরোর একমাত্র গোল ম্যাচের পার্থক্য গড়ে দেয়। ৬৪ মিনিটে বক্সে ঢুকে নেইমারের বাঁ পায়ে নেওয়া শট চিলির গোলরক্ষক ফিরিয়ে দিলে ফিরতি শটে লক্ষ্যভেদ করেন তিনি।

ম্যাচের ২৭ মিনিটে দারুণ সুযোগ পায় ব্রাজিল। গ্যাব্রিয়েল বারবোজার ঠাণ্ডা মাথায় বাড়ানো বল পায়ে পান নেইমার। তার সামনে শুধু ছিলেন চিলি গোলকিপার ক্লাউদিও ব্রাভো। কিন্তু বক্সে ঢোকার আগেই শট নেন নেইমার, ব্রাভোকে কোনো পরীক্ষায় না ফেলে বল চলে যায় অনেক উপর দিয়ে। 

তিন মিনিট পর দারুণ ‍দুটি সেভে ব্রাজিলকে রক্ষা করেন ওয়েভারটন। ভিদালের ফ্রি কিক ফিরিয়ে দেন তিনি। ফিরতি হেডে জাল কাঁপাতে চেয়েছিলেন ভারগাস। এবারো তাকে রুখে দেন ব্রাজিল গোলকিপার। বিরতির পাঁচ মিনিট আগে মিনার শট ঠেকিয়ে দলকে বাঁচান ওয়েভারটন।

দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ে নেইমার দ্বিতীয় গোল করতে পারতেন। ব্রাভোও পড়েছিলেন বেকায়দায়। কিন্তু চতুর্দিক থেকে চিলির ডিফেন্ডারদের চাপ সামলে লক্ষ্যে শট নিতে ব্যর্থ হন ব্রাজিলিয়ান তারকা।

তারপরও তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে ব্রাজিল। এ নিয়ে বাছাইয়ের সাত ম্যাচের সবগুলো জিতল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। তাদের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে থেকে ১০ দলের মধ্যে দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা। তারা আগের ম্যাচে ৩-১ গোলে হারায় ভেনেজুয়েলাকে। সেরা চার দল সরাসরি কাতারের টিকিট পাবে। আর পঞ্চম দল খেলবে আন্তঃঅঞ্চলীয় প্লে অফ।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়