ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ব্রাজিল ম্যাচ নিয়ে রোমাঞ্চিত মার্টিনেজ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৩, ৩ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৬:২৯, ৩ সেপ্টেম্বর ২০২১
ব্রাজিল ম্যাচ নিয়ে রোমাঞ্চিত মার্টিনেজ

এক সপ্তাহে বিশ্বকাপ বাছাইয়ের তিনটি ম্যাচ খেলতে নেমে শুভসূচনা হলো আর্জেন্টিনার। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ভেনেজুয়েলাকে ৩-১ গোলে হারায় কোপা আমেরিকার চ্যাম্পিয়নরা। আগামী রোববার (৫ সেপ্টেম্বর) সুপার ক্লাসিকোয় তারা মুখোমুখি হবে ব্রাজিলের। সাও পাউলোর করিন্থিয়ান্স এরেনায় সেলেসাওদের বিপক্ষে নামার আগে কারাকাসে পাওয়া জয় আরও আত্মবিশ্বাসী করে তুলল আলবিসেলেস্তেদের। ভেনেজুয়েলার বিপক্ষে প্রথম গোল করা লাউতারো মার্টিনেজ বললেন, সেরা প্রস্তুতি নিয়ে ব্রাজিলকে মোকাবিলা করবে তারা।

গত ১০ জুলাই মারাকানায় অপ্রতিরোধ্য ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে কোপা জিতেছিল আর্জেন্টিনা। বাছাইয়ের একমাত্র অপরাজিত দুই দল হচ্ছে মুখোমুখি। শীর্ষে থাকা ব্রাজিলের চেয়ে ৬ পয়েন্ট দূরে থাকা আর্জেন্টিনা নিশ্চিতভাবে পয়েন্টের ব্যবধান কমানোর লক্ষ্যে নামবে। এই ম্যাচের আগে রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে মার্টিনেজকে, ‘ব্রাজিলের বিপক্ষে ম্যাচ হতে যাচ্ছে সুন্দর। এটা অনন্য ম্যাচ এবং আমরা সম্ভাব্য সেরা উপায়ে এর প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব। আমরা একইভাবে তাদের মুখোমুখি হব, যেভাবে কোপা আমেরিকার ফাইনালে হয়েছিলাম।’

আর্জেন্টিনার জার্সিতে ৩০ ম্যাচে ১৫ গোল করা মার্টিনেজ বিশ্বকাপ বাছাইয়ে তৃতীয় গোল করলেন। বিরতির আগে জিওভানি লু চেলসোর নিখুঁত পাস থেকে প্রতিপক্ষ গোলরক্ষকের শরীরের নিচ দিয়ে লক্ষ্যভেদ করেন তিনি। তিনটি পয়েন্ট পাওয়ার উচ্ছ্বাস তার কণ্ঠে, ‘তিন পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। ভেনেজুয়েলা কঠিন প্রতিপক্ষ। দক্ষিণ আমেরিকায় সবাই কঠিন কিন্তু আমাদের প্রথমার্ধ ছিল দারুণ। সুযোগ তৈরি করেছিলাম কয়েকটি এভং গোলের পর আমরা মনে শান্তি নিয়ে খেলতে পেরেছিলাম।’

দল জেতায় গোলটা অর্থপূর্ণ লাগছে মার্টিনেজের কাছে, ‘একজন স্ট্রাইকারের জন্য গোল করা গুরুত্বপূর্ণ। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আর্জেন্টিনা জিতেছে। সবসময় দল নিয়ে চিন্তা করতে হবে আপনাকে।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়