ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সবার আগে মাহমুদউল্লাহর ‘সেঞ্চুরি’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৪, ৫ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ০৭:০৩, ৬ সেপ্টেম্বর ২০২১
সবার আগে মাহমুদউল্লাহর ‘সেঞ্চুরি’

নিউ জিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে টস করতে নেমে দারুণ এক মাইলফলক ছুঁলেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এই সংস্করণে ম্যাচ খেলার সেঞ্চুরি হয়ে গেল তার।

নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ জিতে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সফলতম অধিনায়ক হয়েছেন মাহমুদউল্লাহ। ছাড়িয়ে যান মাশরাফি বিন মুর্তজার ১০ জয়ের রেকর্ড। দ্বিতীয় টি-টোয়েন্টিতেও তার নেতৃত্বে দল দারুণ জয় পায়। তৃতীয় ম্যাচ খেলতে নেমেই মাহমুদউল্লাহ ম্যাচ সংখ্যার তিন অঙ্ক ছুঁয়ে ফেললেন।

এছাড়া ক্রিকেট বিশ্বের অষ্টম ব্যাটসম্যান হিসেবে শততম টি-টোয়েন্টি খেলছেন তিনি। যোগ দিলেন শোয়েব মালিক (১১৬), মোহাম্মদ হাফিজ (১১৩), রোহিত শর্মা (১১১), এউইন মরগ্যান (১০৭), কেভিন ও’ব্রায়েন (১০৩), মার্টিন গাপটিল (১০২) ও রস টেইলরদের (১০২) সঙ্গে।

২০০৭ সালের ১ সেপ্টেম্বর কেনিয়ার বিপক্ষে তার টি-টোয়েন্টি ক্রিকেটের পথ চলা শুরু। এ ফরম্যাটে টানা খেলেছেন তিনি। তার অভিষেকের পর বাংলাদেশ খেলেছে ১০৮ ম্যাচ। মাহমুদউল্লাহ দলে ছিলেন ৯৯টিতে। দেশের হয়ে মুশফিকুর রহিম ৮৯ ও সাকিব আল হাসান ৮৭ ম্যাচ খেলেছেন।

ব্যাট হাতে মাহমুদউল্লাহর রেকর্ডও ঈর্ষণীয়। শেষ দিকে ব্যাটিংয়ে নেমে কম বলে বেশি রান তোলার তাড়া থাকে। সেই কাজটা ভালোভাবে করেছে তিনি। ৯৯ ম্যাচে রান করেছেন ১৭০২। স্ট্রাইক রেট ১২০.১৯। তার ব্যাটে স্মরণীয় কয়েকটি জয়ও পেয়েছে বাংলাদেশ। এশিয়া কাপে শেষ দিকে নেমে পাকিস্তানের বিপক্ষে জয়। নিদাহাস ট্রফিতে ছক্কা মেরে দলকে ফাইনালে তোলার মতো কয়েকটি ইনিংস খেলেছেন মাহমুদউল্লাহ, যা ছিল অতি গুরুত্বপূর্ণ।

ঢাকা/ইয়াসিন/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়