ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ফিলিস্তিনের কাছে হারে শুরু বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫২, ৫ সেপ্টেম্বর ২০২১  
ফিলিস্তিনের কাছে হারে শুরু বাংলাদেশের

তিন জাতির ফুটবল প্রতিযোগিতায় হার দিয়ে শুরু হলো বাংলাদেশের। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে রোববার (৫ সেপ্টেম্বর) দোলেন ওমুরজাকোভ স্টেডিয়ামে জামাল ভূঁইয়ার দলকে ২-০ গোলে হারাল ফিলিস্তিন।

র‌্যাংকিংয়ে ফিলিস্তিনের (১০২তম) চেয়ে ৮৪ ধাপ পেছনে থাকা বাংলাদেশ (১৮৬তম) দুই অর্ধে একটি করে গোল হজম করেছে।

ম্যাচের ৩৩তম মিনিটে বাংলাদেশের জালে প্রথমবার বল জড়ায় ফিলিস্তিন। বাংলাদেশি গোলকিপার শহীদুল আলম সোহেলের ভুলে গোল খায় তারা। মাঝমাঠের বেশ সামনে থেকে ফিলিস্তিনের এক খেলোয়াড় লম্বা পাস দেন। সোহেল এগিয়ে আসেন তা ধরতে। তবে তিনি বল ধরার আগেই ফিলিস্তিনি ফরোয়ার্ড মোহাম্মদ ইদ তার মাথার উপর দিয়ে বল লক্ষ্যের দিকে পাঠান। আরেক ফরোয়ার্ড খাহরুভ আলতো ছোঁয়ায় বল ঠেলে দেন জালে। অবশ্য সোহেল পরে দুটি সেভে প্রথমার্ধে গোলসংখ্যা বাড়তে দেননি।

দ্বিতীয়ার্ধের শুরুতে ফিলিস্তিন ব্যবধান দ্বিগুণ করেন। বাঁ প্রান্ত থেকে ইদের একটি ক্রস বাংলাদেশের ডিফেন্ডার ক্লিয়ার করতে ব্যর্থ হলে ফিলিস্তিন ফরোয়ার্ড ইয়াসের হামদ হেডে গোল করেন।

২০১৮ ও ২০২০ সালেও ফিলিস্তিনের কাছে ঘরের মাঠে ২-০ গোলে হারতে হয়েছিল বাংলাদেশকে। আবারও একই ব্যবধানে পরাজয়ের তিক্ত স্বাদ পেলেন জেমি ডের শিষ্যরা।

আগামী মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) স্বাগতিক কিরগিজস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম ম্যাচে ফিলিস্তিনকে কিরগিজরা ১-০ গোলে হারিয়ে প্রতিযোগিতা শুরু করে।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়