ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নিউ জিল্যান্ড অধিনায়কের কণ্ঠে বাংলাদেশের প্রশংসা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০০, ৮ সেপ্টেম্বর ২০২১  
নিউ জিল্যান্ড অধিনায়কের কণ্ঠে বাংলাদেশের প্রশংসা

আগুন দিয়ে আগুনের জবাব দিতে চেয়েছিলেন নিউ জিল্যান্ডের কোচ গ্লেন পকন্যাল। জানতেন, হারের পর ঘুরে দাঁড়াতে মরিয়া থাকবে বাংলাদেশ। কঠিন লড়াইয়ের আভাস দিয়েছিলেন, কিন্তু দাঁতভাঙা জবাব দিতে ব্যর্থ তারা। সফরকারী অধিনায়ক বললেন, তারা গড়পড়তার নিচে পারফরম্যান্স করেছেন। তবে বাংলাদেশের প্রশংসা করতে কার্পণ্য নেই তার।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে টম ল্যাথাম বললেন, ‘আমরা গড়পড়তার নিচে পারফর্ম করেছি। ১০০-১১০ রানের দিকে তাকিয়ে ছিলাম আমরা। কিন্তু বাংলাদেশের ব্যাটিংকে কৃতিত্ব দিতেই হয়। শুরুতে কয়েকটি উইকেট হারানোর পরও তারা ম্যাচ নিয়ন্ত্রণে নিয়েছে। মাহমুদউল্লাহ যেভাবে শেষ করলেন, তা প্রশংসার যোগ্য।’

দল ৬ উইকেটে হারলেও ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন ল্যাথাম, ‘ম্যাচ শেষ ওভার পর্যন্ত নিতে পারায় আমি সন্তুষ্ট। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্কোর এনে দিতে ইয়াং ভালো ইনিংস খেলেছিল। আমরা দ্রুত কয়েকটি উইকেট হারায়, ম্যাচ নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়েছিল।’

সিরিজ হার নিশ্চিত হলেও শেষ ম্যাচে সব ভুল শুধরে হাসতে চান অধিনায়ক, ‘ভিন্ন একটি মাঠে আমরা খাপ খাওয়াতে পেরেছি। এই তরুণ দলটি আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি ম্যাচ খেলেনি এবং আমাদের অনেকেই এখানে খেলেনি। শেষ ম্যাচে আমরা নিখুঁতের কাছাকাছি পারফরম্যান্স করতে আশাবাদী।’

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়