ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ম্যাচ জেতাই আসল প্রস্তুতি

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৫, ৮ সেপ্টেম্বর ২০২১  
ম্যাচ জেতাই আসল প্রস্তুতি

প্রথম টি-টোয়েন্টিতে নিউ জিল্যান্ড অলআউট ৬০ রানে। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ আগে ব্যাটিং করে তোলে গত ৯ টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৪১ রান। তৃতীয় ম্যাচে নিউ জিল্যান্ড করে ১২৮। বুধবার চতুর্থ ম্যাচে নিউ জিল্যান্ড আটকে যায় ৯৩ রানে। প্রতিটি ম্যাচের স্কোর বলে দিচ্ছে, বোলারদের দাপট কতটা প্রভাব ফেলছে মিরপুরের ২২ গজে। উইকেটে পড়ে বল থেমে যাচ্ছে, টার্ন করছে, উঁচু-নিচু হচ্ছে। মন্থর উইকেটে রানের ফোয়ারা নেই। নেই বাউন্ডারির ফুলঝুরি। স্পিনারদের স্বর্গ হয়ে ওঠা উইকেটে ব্যাটসম্যানরা যেন অসহায়। দরজায় যখন টি-টোয়েন্টি বিশ্বকাপ কড়া নাড়ছে তখন এমন উইকেটে খেলে কতটা লাভবান হচ্ছেন ব্যাটসম্যানরা। এমন প্রশ্নে বাংলাদেশ শিবিরের মুখস্থ উত্তর, ‘ম্যাচ জেতাই আসল প্রস্তুতি।’

উইকেট, স্কোর, জয়ের ধরন যেমনই হোক, এখন বিজয়ের পতাকা উড়ানো মুখ্য বাংলাদেশের কাছে। নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের নায়ক নাসুম গণমাধ্যমে এই কথাই বললেন, ‘প্রস্তুতি বলতে সবচেয়ে বড় কথা আমরা ম্যাচ জিতছি। আর ম্যাচ জিতলে এমনিতেই আত্মবিশ্বাস উঁচুতে থাকে। আমরা ম্যাচ জিতে যাচ্ছি বিশ্বকাপে। অবশ্যই আমাদের আত্মবিশ্বাস উঁচুতে থাকবে। আমরা অনেক ভালো করব আমার বিশ্বাস।’

গত মাসে অস্ট্রেলিয়া সিরিজেও মিরপুরের উইকেট ছিল ধাঁধায় ভরা। ১৩১, ১২১, ১২৭, ১০৪ ও ১২২। বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজে প্রথম ইনিংসে ব্যাট করা দলের স্কোর এগুলো। ধারাবাহিকভাবে ফিরতি জবাব এসেছে এভাবে- ১০৮, ১২৩, ১১৭, ১০৫ ও ৬২। সিরিজে সব মিলিয়ে রান হয়েছে ১০৬২। যা টেস্ট খেলুড়ে দলের দ্বিপাক্ষিক সিরিজে সবচেয়ে কম। মোট ৯ ম্যাচে (অস্ট্রেলিয়া ৫ ও নিউ জিল্যান্ড ৪) বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে একমাত্র মাহমুদউল্লাহই পঞ্চাশ ছুঁয়েছে, ৫২। আজ তার ব্যাট থেকে এসেছে অপরাজিত ৪৩।

বিশ্বকাপের ঠিক আগে এমন পারফরম্যান্স কতটা গ্রহণযোগ্য, নিশ্চিতভাবেই প্রশ্ন থেকে যাচ্ছে! অবশ্য এসব ভাবনায় আছে সামান্য। ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সের বিশ্বাস, ‘উইকেট অনুযায়ী ব্যাটিং করছে বাংলাদেশ। মিরপুরে রান রেট ৬ হলেই যথেষ্ট।’

ঢাকা/ইয়াসিন/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়