ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দলের বিশ্বকাপ পরিকল্পনায় নেই লেগ স্পিনার আমিনুল

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৮, ৯ সেপ্টেম্বর ২০২১  
দলের বিশ্বকাপ পরিকল্পনায় নেই লেগ স্পিনার আমিনুল

টি-টোয়েন্টিতে খেলবেন বলে জিম্বাবুয়ে উড়ে গিয়েছিলেন আমিনুল ইসলাম বিপ্লব। কিন্তু আফ্রিকার দক্ষিণের দেশটিতে গিয়ে বাবার মৃত্যুর খবরে দেশে ফিরতে হয় তাকে। এরপর অস্ট্রেলিয়া সিরিজে বায়ো-বাবলের কড়াকড়িতে সুযোগ পাননি। নিউ জিল্যান্ডের বিপক্ষে দলে ফিরলেও এখনও সুযোগ হয়নি ম্যাচ খেলার। প্রত্যাশামাফিক জায়গা হয়নি বিশ্বকাপ স্কোয়াডেও। তবে স্ট্যান্ডবাই হিসেবে তাকে রেখেছে টিম ম্যানেজমেন্ট। বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানালেন, তরুণ লেগ স্পিনারকে নিয়ে বিশ্বকাপে কোনো পরিকল্পনা নেই বাংলাদেশের। তাই তো তাকে বাদ দিয়েই সাজানো হয়েছে ১৫ জনের দল।

তবে স্ট্যান্ডবাই হিসেবে তাকে উড়িয়ে নিচ্ছে বাংলাদেশ। দেখে বোঝাই যাচ্ছে, শুধুমাত্র অনুশীলনের জন্য তাকে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে। বিশ্বকাপে অংশগ্রহণ করা বেশিরভাগ দলে একাধিক লেগ স্পিনার রয়েছে। সেখানে বাংলাদেশের লেগ স্পিনার নিয়ে কোনো পরিকল্পনাই নেই। বিশ্বকাপের দল ঘোষণার সময় প্রধান নির্বাচক নান্নু বলেন, ‘লম্বা সময় কিন্তু সে অসুস্থতায় ছিল, এখান থেকে সে ফিরে এসেছে। তারপরও ওকে আমরা নিয়ে যাচ্ছি। দুর্ভাগ্যবশত আমরা যে পরিকল্পনায় খেলব, সেখানে সে পড়ছে না, তাই তাকে মূল দলে রাখা যায়নি।’

টি-টোয়েন্টিতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ চারজনই রিস্ট স্পিনার। সেরা দশে আছেন পাঁচজন। বিশ্বকাপের স্কোয়াডগুলোতেও অন্তত একজন লেগ স্পিনার রাখছে দলগুলো। কিন্তু বাংলাদেশে সেখানে ব্যতিক্রম। স্ট্যান্ডবাই তালিকায় আমিনুলের সঙ্গী রুবেল হোসেনও। জিম্বাবুয়ে থেকেই তাকে বয়ে বেড়াচ্ছে দল। কিন্তু ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না।

রুবেলকে নিয়ে নান্নু বলেন, ‘দলে যখন ৫-৬ জন পেসার থাকে, সবাইকে কিন্তু ১১ জনের মধ্যে খেলানো মুশকিল। আর দল যখন ভালো খেলতে থাকে তখন একাদশ বদল করতেও চায় না টিম ম্যানেজমেন্ট। তো ধারাবাহিকভাবে ওই ১১ জনের ওপরই আস্থা রাখা হয়। সেই হিসেবে রুবেল ম্যাচ পায় না। কিন্তু সে আমাদের অভিজ্ঞ ও সিনিয়র ক্রিকেটার, আমি মনে করি ও নিজেকে যেভাবে তৈরি করে রেখেছে যখন দরকার হবে আমরা ওর সেরা সার্ভিসটা পাব।’

ঢাকা/ইয়াসিন/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়