ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘সুপার নার্ভাস’ থেকেও দুই গোল!

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫০, ১২ সেপ্টেম্বর ২০২১  
‘সুপার নার্ভাস’ থেকেও দুই গোল!

বজ্রকঠিন মানসিকতার জন্য পরিচিত ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি স্নায়ুচাপে যে ভুগতে পারেন, তা অনেকেই মানতে চাইবেন না। তবে এক যুগ পর ওল্ড ট্র্যাফোর্ডে ফিরে পুরোনো ক্লাবের জার্সি গায়ে দিয়ে ‘সুপার নার্ভাস’ ছিলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। অবশ্য মানসিক চাপ তাকে কাবু করতে পারেননি। ম্যানইউর হয়ে আবার মাঠে নামলেন, খেললেন এবং জোড়া গোল করলেন। নিউ ক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে তাতে ৪-১ গোলে জিতল ইউনাইটেড।

রোনালদোর নার্ভাস হওয়ার কারণ ভক্তদের উন্মাদনা। ওল্ড ট্র্যাফোর্ডের গোটা গ্যালারিতে হইচই পড়ে গিয়েছিল। দর্শক-সমর্থকরা পরেছিলেন তার ৭ নম্বর জার্সি এবং তার নাম ধরে চিৎকার করে গেছেন ম্যাচের পুরোটা সময়। এমনকি শেষ বাঁশি বাজার পর ৩৬ বছর বয়সী ফরোয়ার্ড যখন গণমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন তখনও তার জয়গান গাইছিলেন ভক্তরা। বিবিসি স্পোর্টকে রোনালদো বলেন, ‘এটা অবিশ্বাস্য। ম্যাচ যখন শুরু হলো, তখন আমি ভীষণ নার্ভাস ছিলাম, সত্যি করে বলছি। যাকে বলে সুপার নার্ভাস। খেলার পুরোটা সময় যে তারা আমার জয়গান গাইবে, তা একদম প্রত্যাশা করিনি। এমন অভ্যর্থনা অসাধারণ। কিন্তু আমি এখানে জিততে ও দলকে সহায়তা করতে এসেছি।’

পরে ইনস্টাগ্রামে আরেকটি পোস্ট দেন রোনালদো, যেখানে তিনি ওল্ড ট্র্যাফোর্ডকে স্বপ্নের থিয়েটার হিসেবে উল্লেখ করেন। জাদুকরী অনুভূতির কথা জানাতে গিয়ে তিনি বলেছেন, ‘ওল্ড ট্র্যাফোর্ডে আমার ফেরা মনে করিয়ে দিলো কেন এই স্টেডিয়াম স্বপ্নের থিয়েটার হিসেবে পরিচিত। আমার জন্য এটা সবসময় জাদুকরী জায়গা, যেখানে আপনার মনের মধ্যে যা ধারণ করেন তা অর্জন করতে পারেন। সামনের পথ আমরা আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাব, আশা করি শেষ পর্যন্ত আমরা একসঙ্গে উদযাপন করতে থাকব। ম্যানইউতে ফিরতে পেরে এবং আবারও প্রিমিয়ার লিগে খেলতে পারায় আমি গর্বিত। তবে সবকিছুর উপরে দলকে সহায়তা করতে পেরে খুশি। এগিয়ে চল, ডেভিলস!’

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়