ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

১৪ বছরের শিশু হয়ে গেছেন মরিনহো!

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২২, ১৩ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৭:৫৭, ১৩ সেপ্টেম্বর ২০২১
১৪ বছরের শিশু হয়ে গেছেন মরিনহো!

স্টেফান এল সারাভি একেবারে শেষ মুহূর্তে গোল করলেন। সাসসুওলোকে ২-১ গোলে হারাল রোমা। ক্যারিয়ারের ১০০০তম ম্যাচে জয় পেয়ে ডাগআউটে দাঁড়ানো হোসে মরিনহোর মনে খেলে গেল একেবারে অন্যরকম অনুভূতি। মনে হচ্ছিল, তার বয়স ১৪ হয়ে গেছে! জয়সূচক গোলের পর তো তেমন করেই দৌড় দিয়েছেন তিনি।

স্পেশাল ওয়ানের কাছে এটি ছিল স্পেশাল ম্যাচ। যদিও কদিন আগে বলেছিলেন ভিন্ন কথা। মরিনহো ম্যাচের পর গণমাধ্যমকে বলেন, ‘এই সপ্তাহে আমি মিথ্যা কথা বলেছিলাম যে এটা স্পেশাল ম্যাচ না। কিন্তু এটা স্পেশাল ম্যাচ। এটি আমার জন্য বিশেষ সংখ্যার ম্যাচ ছিল। আমার একহাজারতম ম্যাচের জন্য আমি সবসময় এমন একটা খেলার কথা মনে রাখতে চেয়েছিলাম। আমি সবাইকে মিথ্যা বলেছি!’

কোচ হিসেবে মাইলফলকের ম্যাচ শেষে মরিনহোর নামের পাশে ৬৩৮ জয়, ২০৫ ড্র ও ১৫৭ হার। ক্যারিয়ারের হাজারতম ম্যাচ স্মরণীয় হয়ে থাকবে মনে করেন তিনি, ‘এটা ৬-৬ কিংবা ৭-৭ হতে পারত, (রোমা গোলকিপার) রুই প্যাট্রিসিও দুটি অস্বাভাবিক সেভ করেছে, আমরাও কয়েকটি গোল করতে পারিনি। অসাধারণ খেলা, চমৎকার অনুভূতি। আজ আমি ৫৮ বছর বয়সী নয়, ১৪ বছরের, যখন ফুটবলে আপনি ক্যারিয়ার নিয়ে ভাবতে শুরু করেন। আমি দৌড় ছিলাম, এটা ছিল শিশুদের মতো দৌড়। আমি এজন্য (সাসসুওলো প্রধান কোচ আলেসিও) ডিওনিসির কাছে দুঃখ প্রকাশ করেছি, তারা চমৎকার খেলেছে।’

রোমায় এই মৌসুমে দায়িত্ব নেওয়ার পর প্রথম পাঁচ ম্যাচের সবগুলো জিতেছেন মরিনহো। সিরি আ’য় তিন ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে তার দল, সমান পয়েন্ট নাপোলি ও এসি মিলানের।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়