ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

লুইসের ঝড় থামছেই না

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৫, ১৫ সেপ্টেম্বর ২০২১  
লুইসের ঝড় থামছেই না

ব্যাট হাতে দোর্দণ্ড প্রতাপ দেখাচ্ছেন এভিন লুইস। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) তার ঝড়ো ব্যাটিংয়ে লণ্ডভণ্ড প্রতিপক্ষ দলের বোলিং আক্রমণ।

সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের ব্যাটসম্যান লিগ পর্বের শেষ ম্যাচে ৫২ বলে করেন ১০২ রান। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সেমিফাইনালে তার ব্যাট থেকে এলো ৩৯ বলে ৭৭ রান। শতরানের ইনিংসে ৫ চার ও ১১ ছক্কা হাঁকিয়েছিলেন। ফাইনালে ওঠার লড়াইয়ে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের বিপক্ষে তার বিস্ফোরক ইনিংসে ছিল ৩ চার ও ৮ ছক্কা।

লুইসের ব্যাটে সিপিএলের ফাইনালে উঠেছে সেন্ট কিটস। গায়ানার দেওয়া ১৭৯ রানের লক্ষ্য সেন্ট কিটস ছুঁয়ে ফেলে ৭ উইকেট হাতে রেখে। লুইসের সঙ্গে ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন আরেক বাঁহাতি ব্যাটসম্যান ক্রিস গেইল।

২৭ বলে ৫ চার ও ৩ ছক্কায় গেইলের ব্যাট থেকে আসে ৪২ রান। রান পেয়েছেন অধিনায়ক ডোয়াইন ব্রাভোও। ৩১ বলে করেন ৩৪ রান। এর আগে ফাইনালে ওঠার লড়াইয়ে শিমরন হেটমায়ারের ২০ বলে ৪৫ রানের ঝড়ো ব্যাটিংয়ে বড় লক্ষ্য দিয়েছিল গায়ানা। কিন্তু লুইসের ঝড়ে শেষ তাদের শিরোপার স্বপ্ন।

শিরোপার লড়াইয়ে বুধবার (১৫ সেপ্টেম্বর) তাদের প্রতিপক্ষ সেন্ট লুসিয়া কিংস।

ঢাকা/ইয়াসিন/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়