ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

মোহামেডানে ‘তারার হাট’, কেমন দল গড়ছে আবাহনী?

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৫, ১৬ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৭:০৮, ১৬ সেপ্টেম্বর ২০২১
মোহামেডানে ‘তারার হাট’, কেমন দল গড়ছে আবাহনী?

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরু হতে এখনও বেশ কয়েক মাস বাকি, এর মধ্যেই তারকা খচিত দল গড়ে চমকে দিয়েছে মোহামেডান স্পোর্টিং লিমিটেড। বাজারে মোহামেডানের ডামাডোল চললেও নিশ্চুপ প্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড। তবে সাদাকালো শিবিরে তারার হাট বসলে আকাশি নীলরা কি চুপ করে থাকবে? তারাও বসে নেই, চুপি চুপি দল গড়ছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে এমনটিই জানিয়েছেন, আবাহনীর কর্মকর্তা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক জালাল ইউনুস, 'যতদূর জানি, আবাহনীর দল করা আছে। আমি যেটুকু জেনেছি আর কী, আমরাও গুছিয়ে নিয়েছি, আমাদের যেসব খেলোয়াড় দরকার, আমরা তাদের রেখেছি।'

গত আসরে সাকিব আল হাসানকে ভিড়িয়ে চমকে দিয়েছিল মোহামেডান। তবে কাঙ্ক্ষিত শিরোপার দেখা পায়নি। এবার আরও শক্তিশালী দল নিয়ে নামতে যাচ্ছে ঐতিহ্যবাহী ক্লাবটি। দলে ভিড়িয়েছে আবাহনীর অধিনায়ক মুশফিকুর রহিম, গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের মতো তারকা ক্রিকেটারদের।

আবাহনীর গত আসরের অধিনায়ক মুশফিকের মোহামেডানে যাওয়ার বিষয়টি স্বাভাবিকভাবেই দেখছেন জালাল। তার মতে যেখানে প্রস্তাব ভালো পাবেন ক্রিকেটাররা সেখানেই যেতে পারবেন।

জালাল বলেন, 'এটা তাদের ব্যাপার। মোহামেডানের প্রস্তাবটা যদি ভালো লাগে তাহলে তারা সেখানে যেতে পারবে। সেই সুযোগটা তাদের আছে। দেখেন মুশফিককে কিন্তু আমরা চাই। কিন্তু আমাদের চেয়েও কেউ যদি তাকে ভালো প্রস্তাব দেয় তাহলে সে তো সেটা নিয়ে নেবে।' 

আগে থেকেই আছেন সাকিব-তাসকিনের মতো তারকা। এবার যুক্ত হচ্ছেন মুশফিক-রিয়াদদের মতো ক্রিকেটার। সবকিছু মিলিয়ে সাদা কালো শিবির পরিণত হচ্ছে তারার হাটে। মোহামেডান শক্তিশালী দল গড়ায় আনন্দিত আবাহনীর এই কর্তা, 'মোহামেডান দল শক্তিশালী হয়েছে তাতে আমরা আনন্দিত। মোহামেডান-আবাহনীর খেলায় যে ইমেজটা থাকে, প্রতিযোগিতা থাকে সেটি থাকলে তো ভালোই লাগে। শক্তিশালী দলের সঙ্গে আমরা প্রতিযোগিতা করব।'

মোহামেডান শিরোপা নেওয়ার জন্য লড়বে জানিয়ে জালাল বলেন, 'মোহামেডান শেষবার চ্যাম্পিয়ন হয়েছে প্রায় ১০ বছরের বেশি হয়ে গেছে। সামনের দিকে শিরোপা নেওয়ার তারা চেষ্টা করবে। এটা ভালো কথা।'

এবারের আবাহনীর দল কেমন হচ্ছে সেটির আভাসও দিয়েছেন জালাল। তার মতে দেশের ক্রিকেটে যারা নিয়মিত রান করেন, উইকেট নেন তাদের নিয়ে দল গড়া হচ্ছে। সেরা দল, তারকা দল এই তত্ত্বে হাঁটছে না তারা। জালাল বললেন, ‘'আমাদের এখানে তরুণ খেলোয়াড়ই বেশি থাকবে যেটা আমি জানি। আমরা দল প্রায় গুছিয়ে নিয়েছি। যারা ক্রমাগত পারফরম্যান্সের ভেতর রয়েছে তাদেরই দলে নিয়েছি। আমাদের খেলোয়াড় আছে যারা সবসময় লিগে ভালো রান করে, আমরা তাদের নিয়েই আল্লাহর রহমতে ভালো করব।’

জালাল আরও বলেন, 'আমরা কিন্তু আগেও সেরা দল বানিয়ে চ্যাম্পিয়ন হয়েছি। আমরা সবসময় কাগজে কলমে তিন নম্বর দল বানিয়েছি; এক নম্বর না। কিন্তু তারপরও কিন্তু আমরা চ্যাম্পিয়ন হয়েছি। এর একটা না, কয়েকটা উদাহরণ আছে। এবং এই জন্য আমরা চিন্তিত নই। যেই থাকুক, যত শক্তিশালী দলই হোক না কেন, মাঠে বোঝা যাবে কে কত শক্তিশালী। এটা খেলা দিয়েই বোঝা যাবে।'

ঢাকা/রিয়াদ/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়