Risingbd Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ২০ অক্টোবর ২০২১ ||  কার্তিক ৪ ১৪২৮ ||  ১১ রবিউল আউয়াল ১৪৪৩

কোহলির ‘নিঃস্বার্থ সিদ্ধান্তে’ অভিভূত ভন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৯, ১৭ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১০:২১, ১৭ সেপ্টেম্বর ২০২১
কোহলির ‘নিঃস্বার্থ সিদ্ধান্তে’ অভিভূত ভন

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই ফরম্যাট থেকে ভারতের নেতৃত্ব ছেড়ে দিচ্ছেন বিরাট কোহলি। সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন ৩২ বছর বয়সী ব্যাটসম্যানের এই সিদ্ধান্তকে নিঃস্বার্থ আখ্যা দিয়েছেন।

ভনের আশা এবার কিছুটা চাপমুক্ত থেকে কোহলি আরও শক্তিশালী হয়ে ফিরে আসবেন। সোশ্যাল মিডিয়ায় ভারত অধিনায়কের সিদ্ধান্তের প্রশংসা করে তিনি লিখেছেন, ‘খুব ভালো। এটা খুব নিঃস্বার্থ সিদ্ধান্ত। এটি এমন সিদ্ধান্ত, যা তোমাকে আশা করি সব চাপ থেকে কিছুটা দূরে রাখবে।’

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে টুইটারে এক বিবৃতি দিয়ে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন কোহলি, ‘কাজের চাপ কতটুকু, তা বুঝতে পারা খুব গুরুত্বপূর্ণ এবং গত ৮-৯ বছর ধরে তিন ফরম্যাটেই খেলে যাওয়া ও পাঁচ-ছয় বছরে ধরে নেতৃত্বে দেওয়ার যে চাপ, সেটা বিবেচনা করে আমি বুঝতে পারছি টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে ভারতীয় দলকে পুরোপুরি নেতৃত্ব দিতে প্রস্তুত থাকার জন্য আমার নিজেকে সময় দেওয়া প্রয়োজন।’

প্রধান কোচ রবি শাস্ত্রী ও ওপেনিং ব্যাটসম্যান রোহিত শর্মার সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্তে পৌঁছানোর কথা বলেছেন ৪৫ টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেওয়া কোহলি, ‘হ্যাঁ, এই সিদ্ধান্তে পৌঁছাতে অনেক সময় লেগেছে। আমার ঘনিষ্ঠজন, রবি ভাই এবং রোহিতের সঙ্গেও অনেক আলোচনা করেছি, যারা নেতৃস্থানীয় গ্রুপের অপরিহার্য অংশ। তারপরই আমি অক্টোবরে দুবাইতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’

২০১৭ সালে মহেন্দ্র সিং ধোনি সরে দাঁড়ানোর পর এই সংস্করণে ৪৫ ম্যাচ নেতৃত্ব দিয়ে কোহলি জয় পেয়েছেন ২৭টি। তার অধীনে মাত্র ১৪টি টি-টোয়েন্টি হেরেছে ভারত, দুটি করে ম্যাচ টাই ও ফল অমীমাংসিত থেকেছে। ভারতের অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১৫০২ রান তার। এছাড়া দেশের প্রথম অধিনায়ক হিসেবে এই সংস্করণে নিউ জিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের অনন্য কীর্তি গড়েছেন কোহলি।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ