ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নিউ জিল্যান্ডের পাকিস্তান সফর বাতিলে উইলিয়ামসনের প্রতিক্রিয়া

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৯, ২০ সেপ্টেম্বর ২০২১  
নিউ জিল্যান্ডের পাকিস্তান সফর বাতিলে উইলিয়ামসনের প্রতিক্রিয়া

১৮ বছরে প্রথমবার পাকিস্তান সফরে গিয়ে নিউ জিল্যান্ড না খেলেই ফিরে গেল। ‘সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য’ হুমকির তথ্যে দুই দেশের সরকারের সঙ্গে দীর্ঘ আলাপের পর সীমিত ওভারের দুটি সিরিজ বাতিল করে ব্ল্যাক ক্যাপরা। এই সফরে ছিলেন না নিয়মিত দলের অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে এমন ঘটনায় প্রতিক্রিয়া জানালেন তিনি।

উইলিয়ামসনের মতে, কিউইদের সফল বাতিলের ঘটনা ‘সত্যিই লজ্জার’। পাকিস্তানে খেলার সুযোগ নষ্ট হওয়ায় স্কোয়াডের প্রত্যেকে হতাশ মনে করেন তিনি, ‘কী ঘটেছে আমি বিস্তারিত জানি না। এই সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়েছে, হ্যাঁ অবশ্যই এটা সত্যিই লজ্জার। পাকিস্তানে ক্রিকেট চমৎকার ব্যাপার এবং খুব ভালো সমর্থন পায়। ক্রিকেটের প্রতি অনেক ভালোবাসা সেখানকার মানুষের। আমি মনে করি সিরিজ শুরু করতে না পারা এবং পুরোটা না খেলায় হতাশ ছেলেরা। কিন্তু আমি বিস্তারিত কিছুই জানি না, যেহেতু আইপিএল খেলতে দুবাই আছি। দুই একদিনের মধ্যে আমি আরও কিছু জানতে পারব।’

২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা টিমের বাসে সন্ত্রাসী হামলার পর আন্তর্জাতিক ক্রিকেট নির্বাসনে গিয়েছিল দেশটি থেকে। অনেক চেষ্টার পর তা ফিরেছিল ২০১৫ সালে। নিউ জিল্যান্ডের ফিরে যাওয়ায় পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট অব্যাহত থাকার ওপর ক্ষতিকর প্রভাব ফেলবে না বিশ্বাস উইলিয়ামসনের, ‘আমি একদমই মনে করি না। সব দেশেই আপনি খেলতে চাইবেন। এটা আন্তর্জাতিক একটি ম্যাচ এবং সারা বিশ্বে এটার প্রতি সবার ভালোবাসা রয়েছে, বিশেষ করে পাকিস্তানে। সেখানে সিরিজ ফিরে যেতে দেখা ছিল সত্যিই রোমাঞ্চকর এবং আমি জানি আমাদের দলও উন্মুখ ছিল। তবে খেলোয়াড়দের নিরাপত্তা সবথেকে গুরুত্বপূর্ণ এবং যখন সরকারের কাছ থেকে আপনি কোনো বার্তা শুনবেন, তখন অবশ্যই তাকে গুরুত্ব দিতে হবে।’

তিনি আরও যোগ করেন, ‘আমি খুবই আশাবাদী যে সেখানে এর প্রভাব পড়বে না কারণ এটা ক্রিকেটের জন্য বিশেষ জায়গা। ক্রিকেট পাকিস্তানে ফিরতে এবং সেখানে নিরাপদে খেলার মতো পরিবেশ তৈরিতে অগ্রগতি হয়েছে। বেশ কয়েকবার আমরা সেটা দেখেছি, আশা করি সেখানে আরও অনেক ক্রিকেট খেলা হবে।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়