ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আমিরাত পর্বের শুরুতেও থাকছেন তো মোস্তাফিজ?

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৩, ২১ সেপ্টেম্বর ২০২১  
আমিরাত পর্বের শুরুতেও থাকছেন তো মোস্তাফিজ?

কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে সাকিব আল হাসানকে একাদশে দেখা যাবে কি না, সেই প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছিল গত পাঁচ ম্যাচ ধরে। তবে মোস্তাফিজুর রহমানের বেলায় ভিন্ন কথা। রাজস্থান রয়্যালসের এই আইপিএল আসরের সবগুলো ম্যাচেই ছিলেন বাংলাদেশের কাটার মাস্টার। ৭ ম্যাচ খেলে ৮ উইকেট নিয়েছেন তিনি। সংযুক্ত আরব আমিরাত পর্ব শুরুর বেলায় তাকে একাদশে দেখাই স্বাভাবিক।

চতুর্থ স্থানে ওঠার লড়াইয়ে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাইয়ে পাঞ্জাব কিংসের মুখোমুখি হচ্ছে রাজস্থান। ৮ ম্যাচ খেলে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে মোস্তাফিজদের আজকের প্রতিপক্ষ। পাঞ্জাবের চেয়ে এক ম্যাচ কম খেলে সমান জয়ে ঠিক তাদের উপরে ছয়ে রাজস্থান। যে দল জিতবে মুম্বাই ইন্ডিয়ান্সকে (৮) টপকে চারে ওঠার সুযোগ।

পাঞ্জাবের অধিনায়ক লোকেশ রাহুল, ক্রিস গেইল এবং রাজস্থানের লিয়াম লিভিংস্টোন, এভিন লুইস- এই চার ব্যাটসম্যানের কাছ থেকে বিস্ফোরক ব্যাটিংয়ের প্রত্যাশা করাই যেতে পারে। রাজস্থানের একাদশে তৃতীয় বিদেশি খেলোয়াড় হিসেবে অলরাউন্ডার ক্রিস মরিসের জায়গাও নিশ্চিত। তবে চতুর্থ বিদেশি হিসেবে মোস্তাফিজ ফেভারিট হলেও টি-টোয়েন্টির শীর্ষ র‌্যাংকিংধারী স্পিনার তাবরাইজ শামসিকে বাঁহাতি পেসারের প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবা হচ্ছে।

তবে মোস্তাফিজ সাম্প্রতিক পারফরম্যান্স দিয়ে প্রোটিয়া স্পিনারের চেয়ে এগিয়ে। অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের বিপক্ষে সবশেষ ৯টি টি-টোয়েন্টি সিরিজে বোলিং জাদু দেখান তিনি। উইকেট নেন ১৫টি। সবশেষ টি-টোয়েন্টিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৩.৩ ওভারে ১২ রান দিয়ে ৪ উইকেট নিয়ে করেছেন সাম্প্রতিক সময়ের সেরা বোলিং।

আইপিএল স্থগিত হওয়ার আগে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে বাজিমাত করেন মোস্তাফিজ। ২০ রান খরচায় নেন ৩ উইকেট। আমিরাত পর্বে একাদশে থাকলে যেখানে শেষ করেছিলেন, সেখান থেকে তার শুরু হবে আশা ভক্ত-সমর্থকদের।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়