ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ইংল্যান্ডের সফর বাতিলে হতাশ হলেও দৃঢ় প্রত্যয়ী বাবর

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪১, ২১ সেপ্টেম্বর ২০২১  
ইংল্যান্ডের সফর বাতিলে হতাশ হলেও দৃঢ় প্রত্যয়ী বাবর

চার দিনের ব্যবধানে নিউ জিল্যান্ড ও ইংল্যান্ড তাদের পাকিস্তান সফর বাতিল করল। সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য হুমকি পেয়ে ওয়ানডে সিরিজ শুরুর দিন শুক্রবার হঠাৎ না খেলার ঘোষণা দেয় নিউ জিল্যান্ড। আর সোমবার ইংল্যান্ড বোর্ড জানায়, এই অঞ্চল সফর নিয়ে তারা উদ্বিগ্ন এবং খেলোয়াড়দের মানসিক চাপে রাখতে চায় না তারা। নিউ জিল্যান্ডের পর ইংল্যান্ডের এমন সিদ্ধান্তে হতাশা লুকাননি পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) টুইটারে হতাশা প্রকাশ করলেও দৃঢ় কণ্ঠে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানান বাবর, ‘আবারও হতাশ। আমরা সবসময় ক্রিকেটের স্বার্থকে সামঞ্জস্য করার চেষ্টা করেছি কিন্তু অন্যরা তা করেনি। আমাদের ক্রিকেট যাত্রায় আমরা অনেক পথ পাড়ি দিয়েছি এবং এটা সময়ের সঙ্গে তা আরও উন্নত হবে। আমরা শুধু টিকেই থাকব না বরং আরও সমৃদ্ধ হব ইনশাআল্লাহ।’

এর আগে সাবেক অধিনায়ক ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা টুইটারে হতাশা প্রকাশ করে বলেন, ‘ইংল্যান্ডের এই সিদ্ধান্তে হতাশ, তারা তাদের প্রতিশ্রুতি রাখতে পারল না এবং যখন খুব দরকার তখন তাদের ক্রিকেট ভ্রাতৃত্ব রক্ষায় ব্যর্থ হলো। আমরা টিকে যাব ইনশাআল্লাহ। এটি পাকিস্তান দলের জন্য জেগে ওঠার বার্তা যেন তারা বিশ্বের সেরা দল হয় এবং কোনো অজুহাত ছাড়াই তাদের সঙ্গে খেলার জন্য দলগুলো লাইন ধরে।’

অক্টোবরে দুটি টি-টোয়েন্টির সিরিজ খেলতে পাকিস্তানে যাওয়ার কথা ছিল ইংল্যান্ডের, যা তাদের জন্য দেশটিতে ছিল ১৬ বছরে প্রথম সফর। বিশ্বকাপের আগে দুটি সফর বাতিল হওয়ায় প্রস্তুতির সুযোগ হারাল পাকিস্তান। আপাতত তারা প্রস্তুতি নিবে ২৩ সেপ্টেম্বর থেকে শুরু ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়