ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নিউ জিল্যান্ডকে ভারত থেকে হুমকি দেওয়া হয়েছে দাবি পাকিস্তানের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫২, ২২ সেপ্টেম্বর ২০২১  
নিউ জিল্যান্ডকে ভারত থেকে হুমকি দেওয়া হয়েছে দাবি পাকিস্তানের

‘সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য হুমকি’ পাওয়ার কথা বলে ওয়ানডে সিরিজ শুরুর দিন পাকিস্তান সফর বাতিল করেছিল নিউ জিল্যান্ড। হুমকির উৎস কিংবা ধরন সম্পর্কে বিস্তারিত কিছুই জানায়নি তারা। পাকিস্তানের তথ্যমন্ত্রী যা বললেন তা আগুনে ঘি ঢালার মতোই। তার দাবি, ব্ল্যাক ক্যাপদের হুমকিটা দেওয়া হয়েছে ভারত থেকে।

ভারত-পাকিস্তানের বৈরিতা নতুন কিছু নয়। দুই দেশ স্বাধীন হওয়ার পর থেকে যে কোনো সহিংসতা কিংবা অভিযোগে একে অন্যকে জড়ানোর খেলা খেলছে। এমনকি নিউ জিল্যান্ডের সফর বাতিলের পরও এই ব্যাপারে ভারতকে জড়ালো পাকিস্তান।

পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী জানান, হুমকি এসেছে ই-মেইলের মাধ্যমে। তিনি সাংবাদিকদের বলেন, ‘সিঙ্গাপুরে অবস্থান দেখানো একটি ভিপিএনের মাধ্যমে ভারত থেকে এই ই-মেইল (হুমকির) তৈরি হয়েছিল।’

এই ব্যাপারে তাৎক্ষণিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ফাওয়াদ আরও যোগ করেছেন, ডিসেম্বরে পাকিস্তান সফরে আসার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। তাদেরও হুমকি দেওয়া হয়েছে, যা ভুয়া বলেছেন তথ্যমন্ত্রী।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়