ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ব্যাটিংটা ভালো হলো না যুবাদের, বিলাল সামির ৫ উইকেট

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৯, ২২ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৯:০২, ২২ সেপ্টেম্বর ২০২১
ব্যাটিংটা ভালো হলো না যুবাদের, বিলাল সামির ৫ উইকেট

ব্যাটিংটা ভালো হলো না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। সফররত আফগানিস্তান যুবাদের বিপক্ষে সিলেটে একমাত্র চারদিনের ম্যাচের প্রথম দিনে স্বাগতিকরা প্রথম ইনিংসে গুটিয়ে যায় মাত্র ১৬২ রানে। জবাবে দিন শেষে আফগানিস্তানও ৪০ রান তুলতে হারিয়েছে ২ উইকেট।

১২ উইকেটের দিনে বল হাতে দুর্দান্ত ছিলেন আফগানিস্তানের পেসার বিলাল সামি। দ্রুতগতির বোলার ৫ উইকেট পেয়েছেন। এছাড়া লেগ স্পিনার ইজহারুল হক পেয়েছেন ৪ উইকেট।

ব্যাটিংটা বাংলাদেশের আজ একটুও জমেনি। বাংলাদেশ এর আগে ওয়ানডে সিরিজ জিতলেও পাঁচ ম্যাচ সিরিজের শেষ দুটি হেরেছিল। ব্যাটসম্যানরা ধারাবাহিক ব্যর্থ হয়েছিলেন।

সাদা বলের পর লাল বলেও তাদের পারফরম্যান্স আলোর মুখ দেখেনি। দুই ওপেনার প্রান্তিক নওরোজ নাবিল ২০ ও ইফতিখার হোসেন ৩৭ রান তুলে ভালো শুরু এনে দেন। এরপর মধ্যভাগে অধিনায়ক আইচ মোল্লা ৩৯ রান তুলে লড়াই করেন। কিন্তু তার ফেরার পর লড়াই করতে পারেননি কেউ।

তৃতীয় সর্বোচ্চ ২৮ রান করেন মেহেরব। শেষ দিকে পাঁচ ব্যাটসম্যানের কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি।

বাংলাদেশ বোলিংয়ের শুরুতে রান আউটে পায় সাফল্য। রিপন মন্ডলের থ্রোতে আউট হন সুলাইমান শাফি। ১৪তম ওভারের শেষ বলে আশরাফুল ইসলাম ফেরান ইশহাক জাযাইকে। দিনের বাকিটা সময় অধিনায়ক ইজাজ আহমেদ ও বিল্লাল সাইদি ক্রিজে কাটিয়ে দেন। ব্যাটিং ব্যর্থতা ছাপিয়ে বোলাররা দলকে ম্যাচে ফেরাতে পারে কি না সেটাই দেখার।

ঢাকা/ইয়াসিন/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়