ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

প্রশ্ন নিলেন না, শুধু বলেই গেলেন কোম্যান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৬, ২২ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ০৮:২১, ২৩ সেপ্টেম্বর ২০২১
প্রশ্ন নিলেন না, শুধু বলেই গেলেন কোম্যান

কাদিজের বিপক্ষে লা লিগা ম্যাচ সামনে রেখে ক্লাবের ট্রেনিং গ্রাউন্ডে সংবাদ সম্মেলনে এলেন বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যান। একদিকে দলের বাজে পারফরম্যান্স, অন্যদিকে ক্লাব প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তার সঙ্গে সম্পর্কের অবনতির গুঞ্জন। চাপে থাকা ডাচ কোচ সাংবাদিকদের কাছ থেকে প্রশ্ন শুনে পরিস্থিতি আরও কঠিন করে তুলতে চাইলেন না। সংক্ষিপ্ত একটি বক্তব্য কাগজে নিয়ে এলেন, তিন মিনিটের মধ্যে তা পড়ে শেষ করেই সংবাদ সম্মেলন ছাড়লেন কোম্যান।

এই অল্প সময়ে বার্সা কোচ যা বললেন, তার সারসংক্ষেপ দাঁড়ায়- শোচনীয় আর্থিক পরিস্থিতির মধ্যে বার্সেলোনার উঠে দাঁড়ানোর জন্য সময় চাইলেন। কোম্যানের মতে, এবারের লা লিগায় উপরের দিকে থেকে শেষ করাই হবে বড় সাফল্য। আর ইউরোপে ভালো করতে পারাটা হবে ‘মিরাকল’ ব্যাপার।

আন্তর্জাতিক বিরতির পর বার্সা যখন গত সপ্তাহে মাঠে নামল, তখন থেকেই দুঃসময়ের শুরু। বায়ার্ন মিউনিখের কাছে চ্যাম্পিয়নস লিগ গ্রুপ পর্বের প্রথম খেলায় নখদন্তহীন পারফরম্যান্সে ৩-০ গোলে হার। তারপর গ্রানাডার কাছে হারতে বসা দলটি শেষ মুহূর্তের গোলে ১-১ এ ড্র করে।

এই ব্যর্থতার বৃত্ত ভেঙে বেরিয়ে আসতে সবাইকে ধৈর্য ধরতে বললেন কোম্যান, ‘পুনর্গঠনের পরিস্থিতিতে কোচ হিসেবে ক্লাব আমার পাশে আছে। ক্লাবের আর্থিক পরিস্থিতি ক্রীড়া কার্যক্রম ও এর বিপরীতে সংযুক্ত। তার মানে বড় কোনো আর্থিক বিনিয়োগ ছাড়াই একটি দল হিসেবে আমাদের পুনর্গঠিত হতে হবে। এজন্য সময় প্রয়োজন।’

৫৮ বছর বয়সী কোচ আরও বললেন, ‘আজকের তরুণ প্রতিভার খেলোয়াড়রা কয়েক বছরের মধ্যে পরের বড় বিশ্ব তারকা হয়ে উঠবে। এই দলের পুনর্গঠন চলাকালে তরুণদের জাভি ও আন্দ্রেস ইনিয়েস্তার মতো সুযোগ অবশ্যই দরকার, যেমনটা তাদের দিনে পেয়েছিল। কিন্তু আমরা অবশ্যই চাইব, ধৈর্য ধরুন।’

কোম্যানের মতে, এবার বড় লক্ষ্যে ছোটা হবে বাড়াবাড়ি, ‘লা লিগায় উপরের দিকে থেকে শেষ করাই হবে দারুণ সাফল্য। চ্যাম্পিয়নস লিগে আমরা মিরাকলের আশা করতে পারি না। বায়ার্ন মিউনিখের কাছে গত সপ্তাহের হার সেটাই বলছে।’

এরপর গণমাধ্যমকর্মীদের সমর্থন চাইলেন কোম্যান, ‘আমরা স্টাফ ও খেলোয়াড়রা. এখন যে প্রক্রিয়ার মধ্যে আছি, এই সময়ে কথায় ও কাজে নিঃস্বার্থ সমর্থন আশা করি। আমি জানি গণমাধ্যম এই প্রক্রিয়াকে স্বীকৃতি দেয়। এমনটা বার্সেলোনার ইতিহাসে প্রথমবার ঘটেনি। এই কঠিন সময়ে আমরা আপনাদের সমর্থন চাই। গ্রানাডার বিপক্ষে ম্যাচে ভক্তদের কাছ থেকে যে দারুণ সমর্থন পেলাম, তাতে আমরা খুব খুশি।’

জানা গেছে, কোম্যানের এই লিখিত বক্তব্য নিয়ে সংবাদ সম্মেলনে আসার ব্যাপারটি ক্লাব কর্তৃপক্ষের কেউ জানতেন না। এখন দেখার অপেক্ষা, কোথাকার জল কোথায় গড়ায়!

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়