ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বিদেশে পাঠানো হবে হাসানকে, ফিট আল আমিন

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪২, ২৩ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৬:৪৮, ২৩ সেপ্টেম্বর ২০২১
বিদেশে পাঠানো হবে হাসানকে, ফিট আল আমিন

চোটের কারণে প্রায় ৬ মাস ধরে মাঠের বাইরে থাকা পেসার হাসান মাহমুদকে দেশের বাইরে পাঠানো হবে। অন্যদিকে আরেক পেসার আল আমিন চোটমুক্ত হয়ে পুনর্বাসন প্রক্রিয়ার শেষ পর্যায়ে আছেন। মাঠে ফিরবেন জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) দিয়ে।

এই দুই পেসারের ইনজুরি প্রসঙ্গে কথা বলতে গিয়ে এসব বললেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে তিনি গণমাধ্যমের মুখোমুখি হন।

হাসানের পুনর্বাসন প্রক্রিয়া চলছে জাতীয় দলের ফিজিও জুলিয়ান কালেফাতোর অধীনে। কিন্তু পিঠের চোটে ভোগা এই গতি তারকার কোনো সমস্যা ধরা পড়েনি। তাই তার বোলিংয়ের বায়োমেকানিক্যাল বোলিং অ্যাসেসমেন্টের জন্য পাঠানো হবে দেশের বাইরে।

দেবাশীষ চৌধুরী বলেন, 'আমরা মনে করছি ওর একটা সঠিক বায়োমেকানিক্যাল বোলিং অ্যাসেসমেন্ট দরকার। যেটা দুর্ভাগ্যজনকভাবে আমাদের এখানে সম্ভব না। এখন চেষ্টা করছি বিদেশে, যেখানে এই সুযোগ-সুবিধাগুলো আছে, সেখানে পাঠিয়ে ওর ফুল অ্যাসেসমেন্টের জন্য।'

ইতোমধ্যে হাসানকে দেশের বাইরে পাঠানোর প্রক্রিয়া শুরুও হয়েছে। তবে করোনাভাইরাসের কারণে বিভিন্ন দেশ ভ্রমণে জটিলতা থাকায় কিছুটা দেরি হচ্ছে। দুই-তিন সপ্তাহের মধ্যে তাকে পাঠানো হবে বলে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক, 'করোনার কারণে বিভিন্ন দেশে এখন কড়াকড়ি রয়ে গেছে। আমরা দুই-তিন জায়গায় কথা বলছি। সব যদি আমরা ঠিকমতো পারি আশা করছি আগামী দুই-তিন সপ্তাহের মধ্যে আমরা ওকে দেশের বাইরে কোথাও পাঠাতে পারব অ্যাসেসমেন্টের জন্য।'

এদিকে দীর্ঘদিন ধরে পায়ের চোটে ভোগা পেসার আল আমিনের পুনর্বাসন প্রক্রিয়া শেষ দিকে। ইতোমধ্যে পুরোদমে বোলিংও শুরু করেছেন এই পেসার। শের-ই-বাংলায় বোলিং করেছেন তামিম ইকবালকেও। দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, আল আমিন শতভাগ দিয়েই বোলিং করছেন।

তিনি বলেন, 'আল-আমিনের পুনর্বাসন প্রক্রিয়া শেষ পর্যায়ে। সে মোটামুটি শতভাগ চেষ্টা দিয়ে বোলিং করছে। এখন পর্যন্ত ওর অগ্রগতি যথেষ্ট সন্তোষজনক। আমরা আশা করি এনসিএলে ওর খেলার সম্ভাবনা আছে।'

এদিকে অনূর্ধ-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য মৃতুঞ্জয় চৌধুরী কাঁধের চোট থেকে সেরে উঠেছেন। এনসিএল দিয়ে মাঠে নামতে পারেন তিনি। একই দলের সদস্য পেসার অভিষেক দাসও ভুগছেন পিঠের ইনজুরিতে, তাকে চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হবে।

ঢাকা/রিয়াদ/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়