ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপ থেকে বাংলাদেশের বিদায়

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫২, ২৩ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৭:৫৪, ২৩ সেপ্টেম্বর ২০২১
বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপ থেকে বাংলাদেশের বিদায়

ভালো শুরুর পরও বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপের রিকার্ভ দলগত ইভেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বেলজিয়ামের কাছে হেরে যায় তিন আর্চার।

দলগত ইভেন্টে অংশ নেন রামকৃষ্ণ সাহা, মো. রোমান সানা ও মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল। ৩-৫ সেট পয়েন্টের ব্যবধানে বেলজিয়ামের নিকট পরাজিত হন রোমানরা।

৪ সেটের খেলায় বাংলাদেশ প্রথম সেটে ড্র দিয়ে শুরু করে। আর দ্বিতীয় সেটে জয়ে আভাস দেয়। শেষ পর্যন্ত ভাগ্য সহায় হয়নি। শেষ দুই সেটে টানা হেরে যান রামকৃষ্ণরা। বাংলাদেশ বিদায় নিলেও আর্চাররা একক ইভেন্টে লড়বেন।

রিকার্ভ ডিভিশনে পুরুষ একক ইভেন্টে আজ ইলিমিনেশন রাউন্ডে রোমানরা মাঠে নামবেন। রামকৃষ্ণ লড়বেন পর্তুগালের লুইস গনকালভেসের বিপক্ষে, রোমান মুখোমুখি হবেন ইতালির ফেদেরিকো মুসোলির বিপক্ষে আর মোহাম্মদ হাকিমের প্রতিপক্ষ চেক রিপাবলিকের মিচাল হলাহুলেক।

রিকার্ভ ডিভিশনে নারী একক ইভেন্টে আজ ইলিমিনেশন রাউন্ডের খেলায় বিউটি রায় লড়বেন স্লোভাকিয়ার ডেনিসা বারানকোভার বিপক্ষে।

কম্পাউন্ড ডিভিশনের পুরুষ একক ইভেন্টে ইলিমিনেশন রাউন্ডের অসীম কুমার দাস খেলবেন স্পেনের রামন লোপেজকে।

ঢাকা/রিয়াদ/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়