ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ফাহিম স্যারের ক্লাসে আত্মবিশ্বাসী মুশফিক

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৩, ২৩ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৯:৩৫, ২৩ সেপ্টেম্বর ২০২১
ফাহিম স্যারের ক্লাসে আত্মবিশ্বাসী মুশফিক

ক্রিকেটাররা যখন অফ ফর্মে থাকেন কিংবা ছন্দ হারিয়ে নিজেদের খুঁজতে থাকেন, ছুটে যান শৈশবের গুরুর কাছে। ব্যতিক্রম নন মুশফিকুর রহিমও। নিউ জিল্যান্ড সিরিজে ছিলেন না চেনা ছন্দে, সঙ্গে হারিয়েছেন উইকেটকিপিংয়ের গ্লাভসও। তাই নিজেকে ফিরে পেতে শরনাপন্ন হয়েছেন ‘গুরু ফাহিম স্যার’ খ্যাত নাজমুল আবেদীন ফাহিমের কাছে।

সামনেই ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপ। মুশফিকও নিজেকে ফিরে পেতে মরিয়া। তাই আরেকটু ঝালিয়ে নিতে শৈশবের শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি, শৈশবের কোচ ফাহিম স্যারের কাছে ছুটে যান। 

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়ে এই বিষয়টি জানিয়েছেন মুশফিক নিজেই। যদিও অনুশীলন শুরু করেন বুধবার থেকে। আগামীকাল শুক্রবারও যাবেন বিকেএসপিতে আরও নিবিড় অনুশীলনের জন্য।

মুশফিক কেন ছুটে এলেন আপনার কাছে? নাজমুল আবেদীনের কাছে এমন প্রশ্ন করতেই বলেন, 'ও আমার ছাত্র, আসবেই তো। আর তাদের সময় হয়ে ওঠে না, গ্যাপ থাকে না। একটা গ্যাপ পেয়েছে তাই এসেছে। সামনে বিশ্বকাপ আছে, ওটাকে কেন্দ্র করেই বিশেষ করে কাজ করা।'

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ছিলেন না। নিউ জিল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে ছিলেন না ছন্দে। ৫ ম্যাচে করেন মাত্র ৩৯ রান! তার মধ্যে আছে দুটি শূন্যও। সর্বোচ্চ খেলেন ২০ রানের ইনিংস। ছাত্রকে অনুশীলেন কেমন দেখেছেন তার শৈশবের গুরু? নাজমুল আবেদীন বলেন, 'ও এখন আত্মবিশ্বাসী আছে। আমার সঙ্গে যতক্ষণ ছিল ওকে প্রাণবন্ত দেখা গেছে। আবার চট্টগ্রাম চলে যাবে সেখানে এ দলের হয়ে খেলবে। বিশ্বকাপে আশা করি সেরাটা পাওয়া যাবে তার কাছ থেকে।'

নিউ জিল্যান্ড সিরিজে তাকে গ্লাভস তুলে রাখতে হয়। এ কারণেই কি ছন্দ হারানো? গুরু হিসেবে কোনো পরামর্শ দিয়েছেন? এমন প্রশ্নে নাজমুল আবেদীন জানালেন তিনি এই বিষয়ে এখনো কথা বলেননি, 'দীর্ঘদিন ধরে কিপিং করেছে এখন হঠাৎ করে যদি বাদ দেওয়া হয় একটু খারাপ তো লাগবেই তার কাছে। আমার সঙ্গে এখনো এ বিষয়ে কথা হয়নি। এমনিতে আমি বোঝাব তাকে এটা নিয়ে।'

মুশফিক যে বিকেএসপিতে যেতে পেরে খুশি তা বুঝিয়ে দিয়েছেন ফেসবুক পোস্টেই। শৈশবের ক্রিকেট গুরুর সঙ্গে কাজ করার একটি ছবি পোস্ট করে মুশফিক লেখেন, ‘আলহামদুলিল্লাহ আমার শেকড়ে ফিরে আমি খুশি। বিকেএসপি আমার ঘর।’

ঢাকা/রিয়াদ/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়