Risingbd Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ২৭ অক্টোবর ২০২১ ||  কার্তিক ১১ ১৪২৮ ||  ১৯ রবিউল আউয়াল ১৪৪৩

Risingbd Online Bangla News Portal

মেসি ও পিএসজি ভক্তদের জন্য দুঃসংবাদ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৮, ২৪ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৯:৩৬, ২৪ সেপ্টেম্বর ২০২১
মেসি ও পিএসজি ভক্তদের জন্য দুঃসংবাদ

হাঁটুর চোটের কারণে মেতজের বিপক্ষে ছিলেন না লিওনেল মেসি। এবার মপেঁলিয়ের বিপক্ষেও ছিটকে গেলেন তিনি। গণমাধ্যমে খবর, লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে সদ্যই পিএসজিতে যোগ দেওয়া মেসির। 

রোববার তার হাঁটুর আরেকটি পরীক্ষা হবে। সেই পরীক্ষার পর জানা যাবে তার অবস্থা। শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ফ্রেঞ্চ ক্লাবটি। 

গত রোববার পিএসজির হয়ে শেষ মাঠে নেমেছিলেন মেসি। ম্যাচে ২-১ গোলে জয় পেয়েছিল তার দল। মেসি কয়েকটি সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ের কারণে গোল পাননি। তবে দ্বিতীয়ার্ধে হাঁটু নিয়ে মেসিকে কিছুটা অস্বস্তিতে দেখা যায়। পরে কোচ পচেত্তিনো তাকে উঠিয়ে নেন। হাঁটুর পর্যবেক্ষণের পর ৪৮ ঘণ্টা সময় নিয়েছিল পিএসজি। কিন্তু আশানুরূপ ফলাফল মেলেনি। এজন্য দুটি ম্যাচ মিস করছেন তিনি।  

পিএসজি লিগের শুরু থেকেই উড়ছে। ৭ ম্যাচে প্রতিটি জিতে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। শনিবার রাত একটায় ঘরের মাঠে মপেঁলিয়ের মুখোমুখি হবে পিএসজি।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়