ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

একজন রোনালদোর অভাববোধ করছেন গার্দিওলা!

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৭, ২৫ সেপ্টেম্বর ২০২১  
একজন রোনালদোর অভাববোধ করছেন গার্দিওলা!

বার্সেলোনায় যোগ দেওয়া সার্জিও আগুয়েরোর স্থলাভিষিক্ত কাউকে করতে পারেনি ম্যানচেস্টার সিটি। যেখানে ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি দুইজন তারকা স্ট্রাইকারকে এই মৌসুমে দলে ভিড়িয়েছে, ম্যানসিটি যেটা পারেনি। চলতি মৌসুমে গার্দিওলার শিষ্যরা গোল পেলেও একজন তারকা স্ট্রাইকারের অভাববোধ করছেন তিনি। অভাববোধ করছেন একজন ‘পারফেক্ট নাম্বার নাইন’ এর।

এ বিষয়ে গার্দিওলা বলেছেন, ‘আমার ক্যারিয়ারে সব সময় আমি স্ট্রাইকার পেয়েছিলাম। গোলরক্ষকের মতো স্ট্রাইকাররা হলো বিশেষজ্ঞ। আমি স্যামুয়েল ইতো, থিয়েরে অঁরি, লিওনেল মেসি, রবার্ত লেভানডোফস্কি, থমাস মুলার, সার্জিও আগুয়েরোর মতো স্ট্রাইকারদের পেয়েছি। তবে আসন্ন বছরে ম্যানসিটির একজন স্ট্রাইকার প্রয়োজন হবে। যদি সম্ভব হয় তো হলো, না হলে আমাদের যা আছে তাই নিয়েই এগিয়ে যেতে হবে।’

একজন রোনালদো ও লুকাকুর অভাববোধ করে তিনি বলেন, ‘আমাদের ম্যানচেস্টার ইউনাইটেডের মতো হাতিয়ার নেই। চেলসি কিংবা টটেনহ্যামের মতোও নেই। আমাদের এখন এমন কোনো খেলোয়াড় নেই যে ২৫ গোল করতে পারে। তবে এই কাজটা এখন আমাদেরকে দল হিসেবে করতে হবে। কারণ, আমাদের সামনে এখন বিকল্প দুটো— হয় অভিযোগ করে যেতে হবে, নতুবা আমাদের যে দারুণ দারুণ খেলোয়াড় আছে তাদের নিয়ে কাজ করে যেতে হবে।’

চলতি মৌসুমে যদিও অনেক গোল পাচ্ছে সিটি। কিন্তু তারপরও প্রিমিয়ার লিগে তারা পিছিয়ে আছে। ৫ ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে। আর সমান ম্যাচ থেকে ১৩ পয়েন্ট করে নিয়ে শীর্ষ তিনে আছে চেলসি, লিভারপুল ও ম্যানইউ।

ঢাকা/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়