ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মেসিকে নিয়ে পাওয়া গেল সুখবর

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৮, ২৭ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৬:৪৩, ২৭ সেপ্টেম্বর ২০২১
মেসিকে নিয়ে পাওয়া গেল সুখবর

লিওঁর বিপক্ষে মাঠ থেকে লিওনেল মেসিকে তুলে নেওয়ায় রোষানলে পড়েছিলেন প্যারিস সেন্ট জার্মেই কোচ মাউরিসিও পচেত্তিনো। গুরুতর চোট থেকে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে বাঁচাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে তিনি পরে জানান। তার কথাই ঠিক ছিল, হাঁটুর অস্বস্তির কারণে মেৎজ ও মপেঁইয়ের বিপক্ষে খেলাই হয়নি ৩৪ বছর বয়সী ফরোয়ার্ডের। এমনকি ম্যানসিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ গ্রুপের ম্যাচেও তার খেলা নিয়ে ছিল শঙ্কা। তবে সুখবর মিলেছে, ম্যাচের আগের দিন পুরো অনুশীলনে স্বাচ্ছন্দে দেখা গেছে মেসিকে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় পার্ক দে প্রিন্সেসে ম্যানসিটিকে স্বাগত জানাবে পিএসজি। গতবারের সেমিফাইনালে হারের শোধ তোলার সুযোগ ফরাসি জায়ান্টের সামনে। আর এই ম্যাচে কিলিয়ান এমবাপ্পে, নেইমার ও মেসির আক্রমণভাগের আসল পরীক্ষা। যদিও ক্লাব ব্রুগের বিপক্ষে তারা ব্যর্থ ছিলেন। আর্জেন্টাইন ফরোয়ার্ডও নিজের খোলস ছেড়ে বেরিয়ে আসতে মরিয়া। তিন ম্যাচ খেলে নতুন ক্লাবে এখন পর্যন্ত গোলের দেখা পাননি ছয়বারের বর্ষসেরা ফুটবলার। সুস্থ হয়ে এবার নতুন রূপে হাজির হতে নিবিড় অনুশীলনে দিন পার করেন তিনি। দলের সঙ্গে তার অনুশীলনের ১৫ মিনিটের একটি ভিডিও সোমবার টুইটারে পোস্ট করেছে পিএসজি।

এই হেভিওয়েট ম্যাচে মেসিকে নামানোর কথা পিএসজি ভাবছে কি না, তা জানা যায়নি। তবে ভক্তরা মেসিকে ফের মাঠে দেখতে উদগ্রীব। হয়তো ম্যানচেস্টার সিটির অনেকেই আশা করছেন, যেন তিনি যথেষ্ট ফিট না হন। কিন্তু রুবেন দিয়াস তাদের চেয়ে আলাদা। সেরা আক্রমণভাগের বিপক্ষে লড়তে মুখিয়ে সিটির পর্তুগিজ ডিফেন্ডার, ‘মেসি একজন ফেনোমেনাল খেলোয়াড় এবং একজন পেশাদার হিসেবে এই ধরনের খেলোয়াড়ের বিপক্ষে আপনি খেলতে চাইবেন। মেসি, এমবাপ্পে, নেইমার কিংবা ইকার্দি যেই হোক না কেন পিএসজির গভীরতায় দারুণ শক্তি আছে এবং যাদের মুখোমুখিই হই না কেন, এটা হবে কঠিন পরীক্ষা। ঠিক এই কারণে আরমা প্রত্যেকে এই ম্যাচ খেলতে মুখিয়ে।’

দিয়াস আরও বলেন, ‘কয়েক বছর ধরে তারা ইউরোপের অন্যতম শক্তিশালী দল। তাদের জয়ের মানসিকতায় এবার যুক্ত হয়েছে রামোস ও মেসির মতো খেলোয়াড়রা। কিন্তু আমরা গত মৌসুমে যখন তাদের বিপক্ষে খেললাম তখনই তাদের ছিল নেইমার, এমবাপ্পে ও ডি মারিয়া।’

(মেসির অনুশীলনের ভিডিও দেখতে ক্লিক করুন)

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়