ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

চট্টগ্রামে ক্রিকেট একাডেমি করার প্রতিশ্রুতি আকরাম খানের

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৭, ২৭ সেপ্টেম্বর ২০২১  
চট্টগ্রামে ক্রিকেট একাডেমি করার প্রতিশ্রুতি আকরাম খানের

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারো বিসিবির পরিচালক হচ্ছেন আকরাম খান। আগের দুই মেয়াদেও চট্টগ্রাম থেকে নির্বাচিত কাউন্সিলর হয়ে বিসিবিতে আসেন তিনি।

চট্টগ্রামে একটি উন্নতমানের একাডেমি করার স্বপ্ন আকরামের দীর্ঘদিনের। গত দুই মেয়াদেও যা বাস্তবায়ন করতে পারেননি। এবার আবারো একই স্বপ্ন দেখালেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলরশিপ হওয়া বাংলাদেশের সাবেক অধিনায়ক।

সোমবার নির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে এসে আকরাম খান বলেছেন, ‘চট্টগ্রাম বিভাগ ও জেলা ক্রীড়া সংস্থাকে ধন্যবাদ জানাচ্ছি আমার আর নাসির (আ. জ. ম. নাসির উদ্দিন) ভাইয়ের ওপর আস্থা রাখার জন্য। আমরা প্রথমত বিভাগের জন্য, চট্টগ্রামের জন্য কাজ করছি। তারপর দেশের জন্য কাজ করছি।’

এবার একাডেমি গড়ার স্বপ্ন বাস্তবায়নে আশাবাদী তিনি, ‘আগের চেয়ে চট্টগ্রাম থেকে খেলোয়াড় সংখ্যা বেড়েছে। ভবিষ্যতে আরও অনেকে খেলবে। আমাদের আরও পরিকল্পনা আছে। একটা একাডেমি করার পরিকল্পনা ছিল। কিন্তু করোনার কারণে পিছিয়ে গিয়েছি। পরিস্থিতি যদি ভালো থাকে, তাহলে কিছুদিনের মধ্যে আমাদের কার্যকলাপ শুরু করতে পারব।’

সাবেক এই ব্যাটসম্যান যোগ করেছেন, ‘একাডেমি গঠন নিয়ে নাসির ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে। সেখানে চট্টগ্রামের বিভাগে যত জেলা আছে, প্রতিটিতে প্রতিভাবান খেলোয়াড়দের প্রশিক্ষণের ব্যবস্থা করব।’

আকরাম খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবারও নির্বাচিত হয়েছেন। নির্বাচনে জয় পেতে, ভোটারদের আকৃষ্ট করতে বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিয়ে থাকেন পদপ্রার্থীরা। আকরাম খানে আগের দুই মেয়াদে প্রতিশ্রুতি দিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে পারেননি। তৃতীয় মেয়াদে বোর্ডের পরিচালক হয়ে ক্রিকেট উন্নয়নে ভূমিকা রাখতে পারেন কি না সেটাই দেখার।

ঢাকা/ইয়াসিন/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়