ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

টাকা না জমিয়ে খরচ করা উচিত বিসিবির: নাঈমুর রহমান

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৬, ২৭ সেপ্টেম্বর ২০২১  
টাকা না জমিয়ে খরচ করা উচিত বিসিবির: নাঈমুর রহমান

টাকা না জমিয়ে আঞ্চলিক ক্রিকেটের উন্নয়ন, আধুনিক ক্রিকেট একাডেমি ও অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আরও বেশি ব্যয় করার পরামর্শ দিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়। বিসিবির বর্তমান পরিচালনা পরিষদে আছেন তিনি। আবারো পরিচালক হয়ে ক্রিকেটের উন্নয়নযাত্রাকে এগিয়ে নিতে বিসিবিতে থাকতে চাইছেন।

গতবারের মতো এবারও নাঈমুর রহমানকে নির্বাচনে অংশগ্রহণ করতে হচ্ছে। আজ মনোনয়নপত্র জমা দিতে এসে তিনি ক্রিকেট উন্নয়নের পক্ষে আওয়াজ তোলেন, ‘চট্টগ্রাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাজ শুরু হয়েছে। আঞ্চলিক ক্রিকেটে উন্নয়নের কাজ শুরু হয়েছে চট্টগ্রাম এবং সিলেট থেকে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আগে একটা সময় ছিল, যখন বোর্ডের সংকীর্ণতা ও সীমাবদ্ধতা ছিল। সেইগুলি কিন্তু এখন নেই। আমার মনে হয় টাকা জমিয়ে রাখা, এফডিআর করা; এই বিষয়গুলি থেকে বেরিয়ে এসে আঞ্চলিক ক্রিকেট ও একাডেমির উন্নয়নে আরও বেশি ব্যয় করা উচিত।’

ক্রিকেট বিশ্বের অন্যতম ধনী বোর্ড বিসিবি। এই মুহূর্তে ৯০০ কোটি টাকা তাদের কোষাগারে রয়েছে। আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ বোর্ড হওয়া সত্ত্বেও এখনও আঞ্চলিক ক্রিকেট উন্নয়নে কাজ করতে পারেনি বিসিবি। নাঈমুর রহমান মনে করেন, ব্যাংকে এফডিআর না বাড়িয়ে ক্রিকেট উন্নয়নে টাকা ব্যয় করার সময় এসেছে।

বিসিবিতে হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি) নিয়ে কাজ করতেন নাঈমুর রহমান। এই দায়িত্ব পালন করে এইচপি প্রধানের অনুভূতি, ‘আমি আসলে ব্যক্তিগতভাবে বেশ খুশি। আমি এইচপি দলকে নিয়ে কাজ করতে পেরেছি। কারণ এই জায়গাকে অবহেলার দৃষ্টিতে দেখার কোনো সুযোগ নেই। অন্য দিকগুলোর যেমন প্রয়োজনীয়তা আছে, এইচপি ক্রিকেটের উন্নয়নে তেমন প্রয়োজনীয়তা আছে। সেই দিক বিবেচনা করলে আমি অন্য কোনও ডিপার্টমেন্টের দিকে অতটা চোখ রাখি না। আর মূলত ডিপার্টমেন্টের বিষয়গুলো যিনি বোর্ড সভাপতি হন, তিনি দেখেন। আমি এইচপি দলের সঙ্গে থেকেই খুশি।’

এবারের নির্বাচনে নাঈমুর রহমান কাউন্সিলরশিপ পেয়েছেন মানিকগঞ্জ জেলা ও ক্রীড়া সংস্থা থেকে। ঢাকা বিভাগের আওতাধীন হওয়ায় এই ক্যাটাগরিতে আরও তিন কাউন্সিলর রয়েছেন। পরিচালক হতে পারবেন দুইজন। দুই পদের বিপরীতে চারজন লড়বেন। এই রাজনৈতিক ব্যক্তিত্ব নির্বাচনকে স্বাগত জানিয়ে বলেন, ‘যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছেন, সবাই ক্রিকেটের উন্নয়নে কাজ করতে চান। এটা ভালো দিক। যেই আসুক ক্রিকেটকেই এগিয়ে নেবেন। আমি অবশ্যই নির্বাচনকে স্বাগত জানাচ্ছি।’

ঢাকা/ইয়াসিন/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়