ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মাহমুদউল্লাহ-মাশরাফিদের শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রী

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৬, ২৮ সেপ্টেম্বর ২০২১  
মাহমুদউল্লাহ-মাশরাফিদের শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন আজ মঙ্গলবার। ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। রাত পোহাতেই শুভেচ্ছায় সিক্ত হয়েছেন তিনি। তাকে শুভেচ্ছা জানান জাতীয় দলের ক্রিকেটাররা।

সাকিব আল হাসান, মাশরাফি মুর্তজা, মাহমুদউল্লাহ, মুমিনুল হক, তামিম ইকবাল প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি দিয়ে শুভেচ্ছা জানিয়ে পোস্ট দেন। বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব লিখেছেন, ‘আপনার এই বিশেষ দিনে পৃথিবীর সকল সুখ আপনার হোক। মাতৃভূমির প্রতি আপনার অকৃত্রিম ভালোবাসা এবং অকুতোভয় নেতৃত্ব অনুপ্রেরণা যোগায় আমাদের। দেশের সর্বোপরি উন্নয়নের চাকা সচল রাখায় আমরা আপনার প্রতি চিরকৃতজ্ঞ। আপনার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি। শুভ জন্মদিন আমাদের শ্রদ্ধা ও ভালোবাসার মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা!’

বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার হাতে নেওয়ার একটি ছবি দিয়ে লিখেছেন, ‘শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাক আরও বহুদূর। আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।’

জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি লিখেছেন, ‘শুভ জন্মদিন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আপনার সুদক্ষ, সাহসী ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে তার কাঙ্ক্ষিত গন্তব্যে। আপনি দীর্ঘজীবী হোন।’ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হওয়ার একটি ছবি পোস্ট করে টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক জানান শুভেচ্ছা, ‘শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

এভারেস্ট প্রিমিয়ার লিগ খেলতে নেপালে তামিম। সেখান থেকেই বাঁহাতি ওপেনারের ‍শুভেচ্ছা বার্তা, ‘আপনার নেতৃত্ব, দূরদর্শীতা এবং একনিষ্ঠতা আমাদের সবাইকে অনুপ্রাণিত করে চলেছে। আপনার নেতৃত্বে দেশ আরো এগিয়ে যাবে, সবার মতো এটাও আমার বিশ্বাস। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে জানাচ্ছি জন্মদিনের শুভেচ্ছা।’

জাতীয় দলের আরেক তারকা ক্রিকেটার সাব্বির রহমান লিখেছেন, ‘শুভ জন্মদিন বিশ্ব শান্তির অগ্রদূত, মাদার অব হিউম্যানিটি... গণতন্ত্রের মানসকন্যা, জননেত্রী, দেশরত্ন শেখ হাসিনা। আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।’

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়