ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

‘রোনালদো মাঠে থাকলে সবসময় দলের সুযোগ থাকে’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৪, ৩০ সেপ্টেম্বর ২০২১  
‘রোনালদো মাঠে থাকলে সবসময় দলের সুযোগ থাকে’

চ্যাম্পিয়নস লিগে টানা দ্বিতীয় ম্যাচে গোল করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। গ্রুপ পর্বে ম্যানইউর আগের ম্যাচে গোল করেও ইয়াং বয়েজের কাছে হারের অভিজ্ঞতা হয়েছিল তার। সেই আক্ষেপ তিনি কাটালেন ভিয়ারিয়ালের বিপক্ষে শেষ মুহূর্তে জয়সূচক গোল করে। তারপর কোচ উলা গুনার সুলশারের প্রশংসা বৃষ্টিতে ভাসলেন ৩৬ বছর বয়সী ফরোয়ার্ড।

২-১ গোলে এই চ্যাম্পিয়নস লিগের আসরে প্রথম জয়ের পর সুলশার বললেন, তিনি জানতেন মাঠে যখন রোনালদো আছেন তখন দলের জেতার সুযোগ আছে। বিটি স্পোর্টকে ম্যানইউ কোচ বললেন, ‘ওল্ড ট্র্যাফোর্ডে এমনই হয়। আমরা ঝুঁকির চিন্তা না করেই খেলেছি এবং আমরা সৌভাগ্যবান।’

ভিয়ারিয়াল শুরুতেই ম্যানইউ গোলকিপার ডেভিড ডি গিয়ার একাধিক পরীক্ষা নেন। স্প্যানিশ গোলকিপার সেই যাত্রায় দলকে বাঁচালেও দ্বিতীয়ার্ধে পাকো আলকাসেরকে আটকাতে পারেননি। ৫৩ মিনিটে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। সাত মিনিট পর অ্যালেক্স টেলেস সমতায় ফেরান। আর ৯৫তম মিনিটে রোনালদোর জয়সূচক গোল।

রোনালদো মাঠে থাকায় সবসময় জয়ের বিশ্বাস ছিল বললেন সুলশার, ‘তারা খুব শক্ত দল, তাদের বিপক্ষে খেলা কঠিন। যখন মাঠে আপনার সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদো থাকবে, তখন সবসময় একটা সুযোগ থাকেই। গোলমুখের সামনে সে খুব ভালো একজন।’

ম্যানইউ কোচ আরও বলেন, ‘এমনটা সে করেছে অনেকবার। একমাস আগে আয়ারল্যান্ডের বিপক্ষে তাকে (পর্তুগালের হয়ে) দেখুন, একটা পেনাল্টি মিস করল। তারপর একবার কি দুইবার বলে পা লাগিয়েছিল। কিন্তু শেষ মিনিটে গিয়ে দুটি দারুণ হেডে গোল করল। তার ক্যারিয়ার জুড়ে এমনটাই সে করে। সবসময় ম্যাচের মধ্যে থাকে সে।’

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়