ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

তিন ঘণ্টা খেললেও আমরা গোল পেতাম না: পিকে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৬, ৩ অক্টোবর ২০২১  
তিন ঘণ্টা খেললেও আমরা গোল পেতাম না: পিকে

বুশকেৎসের ওপর চটেছিলেন পিকে

আরেকটি আন্তর্জাতিক ফুটবল বিরতি। তার আগে ফুটে উঠল বার্সেলোনার বেহাল দশা। আগের আন্তর্জাতিক বিরতির পর সব মিলিয়ে ৬ ম্যাচ খেলে মাত্র একটি জয়। রোববার (২ অক্টোবর) অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হারের পর জেরার্দ পিকের স্বীকারোক্তি, সমস্যায় জর্জরিত কাতালান ক্লাবটি।

এই হারে ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে নবম স্থানে নেমে গেছে বার্সা। ওয়ান্দা মেট্রোপলিতানোয় হার না মানা মানসিকতা নিয়ে খেললেও আক্রমণভাগ ছিল একেবারে বিবর্ণ। লেভান্তের বিপক্ষে ৩-০ গোলে আগের লিগ ম্যাচ জেতার পর চ্যাম্পিয়নস লিগে বেনফিকার মাঠে ৩-০ গোলে পরাজয়। আর বিরতির আগে শেষ হলো টানা দ্বিতীয় হার দিয়ে। পিকে ম্যাচ শেষে বললেন, ‘আমরা তিন ঘণ্টা ধরেও যদি খেলতাম, তারপরও গোল করতে পারতাম না।’

লুইস সুয়ারেজ অ্যাটলেটিকোকে দ্বিতীয় গোলে এগিয়ে দেওয়ার পর সার্জিও বুশকেটসের ওপর ক্ষুব্ধ হতে দেখা যায় পিকেকে। এন নিয়ে তার ব্যাখ্যা, ‘আমরা কথা বলছিলাম যখন (থোমাস) লেমার যখন বল বাড়িয়ে দিলো এবং জোয়াও ফেলিক্স পেছনে ফেলল তখন কারও উচিত ছিল তার পেছনে ছোটা। কিন্তু এটা নার্ভাসনেসের ব্যাপার, এসব পরিস্থিতিতে তা স্বাভাবিক।’

আগমী ১৭ অক্টোবর লিগ ম্যাচে ভ্যালেন্সিয়াকে ন্যু ক্যাম্পে স্বাগত জানাবে বার্সা। পিকের বিশ্বাস, ঘুরে দাঁড়াবে দল, ‘আমরা এমন ফল চেয়েছিলাম না। কিন্তু বিরতিতে এখন বিশ্রাম নিতে হবে এবং শক্তিশালী হয়ে ফিরতে হবে। আমরা সাহসী ছিলাম কিন্তু তারা গোল করল। আমরা সবাই যা করতে পারি, তা হলো লড়াই করে যাওয়া। দুটি গোলই প্রায় একইভাবে হয়েছে, তারা আমাদের চেয়ে অনেক এগিয়ে ছিল। আমাদের সমস্যা শুধু একটা না। যে কেউ বুঝতে পারবে আমাদের কী নেই। এটা কঠিন সময় কিন্তু ড্রেসিংরুমে স্পিরিট ভালো এবং ঘুরে দাঁড়ানোর অনেক তাড়না সবার মধ্যে।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়