ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বৃষ্টিতে ডুবে গেছে বিশ্বকাপের শহর!

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৭, ৩ অক্টোবর ২০২১   আপডেট: ২৩:৫৭, ৩ অক্টোবর ২০২১

ঘূর্ণিঝড় গুলাবের রেশ কাটতে না কাটতেই এবার উত্তর আরব সাগরে উৎপত্তি হয়েছে আরেক ঘূর্ণিঝড় ‘শাহিন’। এর প্রভাবে আরব সাগরের পানি ৫ থেকে ১২ মিটার উচ্চতা নিয়ে আছড়ে পড়ছে ওমানের স্থলভাগে।

ভারী বর্ষণে দেশটির দক্ষিণ ও উত্তরের অনেক এলাকা ডুবে গেছে। এর মধ্যে রয়েছে আশ শারকিয়াহ, মাস্কট, উত্তর ও দক্ষিণ আল বাতিনাহ, আল দাখিলিয়াহ, আল দাহীরাহ, আল বুরাইমি এবং মুসান্দাম অঞ্চল।

ওমানে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। কিন্তু বিশ্বকাপের শহরে জলে ডুবে একাকার। বাংলাদেশ জাতীয় দল বিশ্বকাপের তিনটি ম্যাচ খেলতে আজ রাতেই ওমানে রওয়ানা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণের পর বাংলাদেশ নিজেদের পরিকল্পনা সাজাবে।    

ঘূর্ণিঝড় শেষ না হওয়া পর্যন্ত মাস্কটের রাস্তাঘাটে কেবল জরুরি এবং মানবিক ত্রাণ কার্যক্রম পরিচালনার সঙ্গে যুক্ত যানবাহন চলাচল করতে পারবে।

ঢাকা/ইয়াসিন

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়