ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

শেখ রাসেল ক্লাব কাপ বক্সিং প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতায় ওয়ালটন

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৬, ৭ অক্টোবর ২০২১   আপডেট: ০৮:৪৭, ৭ অক্টোবর ২০২১
শেখ রাসেল ক্লাব কাপ বক্সিং প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতায় ওয়ালটন

বাংলাদেশ বক্সিং ফেডারেশনের আয়োজনে ও ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ১৯ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন শেখ রাসেল ক্লাব কাপ অনূর্ধ্ব-১৬ বক্সিং প্রতিযোগিতা-২০২১।’ দুইদিন ব্যাপী এই প্রতিযোগিতায় সারা দেশ থেকে ২০ থেকে ২৫টি ক্লাবের হয়ে শতাধিক তরুণ বক্সাররা অংশ নিবেন।

এমনটাই জানিয়েছেন বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিন। তিনি রাইজিংবিডিকে বলেন, ‘ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় চলতি মাসের ১৯ ও ২০ তারিখ শেখ রাসেল ক্লাব কাপ অনূর্ধ্ব-১৬ বক্সিং প্রতিযোগিতা-২০২১ আয়োজন করতে যাচ্ছি। ১৮ তারিখ হবে সংবাদ সম্মেলন ও বিশেষ র‌্যালি। আশা করছি সারা দেশ থেকে ২০ থেকে ২৫টা ক্লাব এই প্রতিযোগিতায় অংশ নিবে। তরুণ বক্সারদের সংখ্যা হবে ১০০ থেকে ১২০ জন। এমন একটি আয়োজনে পৃষ্ঠপোষকতা করতে এগিয়ে আসায় ওয়ালটন গ্রুপকে ধন্যবাদ জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় হওয়া দলের জন্য ট্রফি, মেডেল ও প্রাইজমানি থাকবে। এ ছাড়া থাকবে ব্যক্তিগত পুরস্কারও।’

এই প্রতিযোগিতা বিষয়ে জানতে চাইলে ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস মার্কেটিং এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘শেখ রাসেল ক্লাব কাপ বক্সিং প্রতিযোগিতা একটা ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা। এই ধরনের প্রতিযোগিতার সঙ্গে আমরা ওয়ালটন পরিবার সব সময় যুক্ত হওয়ার চেষ্টা করি। কারণ, আমরা বিশ্বাস করি এই ধরনের ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার মাধ্যমে ভালো ভালো অ্যাথলেটরা উঠে আসেন এবং জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করে থাকেন। দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে পারে। এবারের এই প্রতিযোগিতায় কেবল ট্রফি ও মেডেল দেওয়া হবে না, থাকবে প্রাইজমানিও।’

এই প্রতিযোগিতার সহযোগিতায় থাকবে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর মিডিয়া পার্টনার থাকবে এটিএন বাংলা, এটিএন নিউজ ও আরটিভি। রেডিও পার্টনার থাকবে রেডিও টুডে। আর অনলাইন পার্টনার থাকবে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম।

ঢাকা/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়