ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চোট নিয়ে দেশে তামিম

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৯, ৭ অক্টোবর ২০২১   আপডেট: ১৩:০১, ৭ অক্টোবর ২০২১
চোট নিয়ে দেশে তামিম

নেপালে এভারেস্ট প্রিমিয়ার লিগ (ইপিএল) খেলতে গিয়ে চোটে পড়েছেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। চোট নিয়ে বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে দেশে ফিরেছেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক জানিয়েছেন, তিন সপ্তাহ মাঠের বাইরে থাকবেন তামিম। বুধবার ইপিএলের ফ্র্যাঞ্চাইজি ভৈরহাওয়া গ্ল্যাডিয়েটর্সের হয়ে এলিমিনেটরে মাঠে নেমেছিলেন তিনি। ফিল্ডিংয়ের সময় বাম হাতের বুড়ো আঙুলে গুরুতর চোট পান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আজ দেশে ফিরে আঙুলে স্ক্যান করান। রিপোর্টে চিড় ধরা পড়েছে। সেজন্য তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হচ্ছে দেশসেরা ওপেনারকে।

বিসিবির চিকিৎসক বলেছেন, ‘গতকাল (৬ অক্টোবর) ম্যাচ খেলার সময় বাম হাতের বৃদ্ধাঙ্গুলিতে ব্যথা পান তামিম। তারপর আজ দেশে ফেরার পর স্ক্যান করলে তাতে চিড় ধরা পড়ে। এটা সারতে কমপক্ষে তিন সপ্তাহ সময় লাগার কথা।'

জিম্বাবুয়ে সিরিজের পর তামিম দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। ঊরুর চোটে জিম্বাবুয়ে বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এবং ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের বিপক্ষে খেলতে পারেননি। বিশ্বকাপের আগে ফিট হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু দীর্ঘদিন ধরে এ ফরম্যাটের বাইরে আছেন বলে বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেন।

নেপালে আগের প্রতিশ্রুতির কারণে খেলতে গিয়েছিলেন তামিম। সেখানে ৫ ম্যাচে ৭৫ রান করে নতুন চোট নিয়ে আজ দেশে ফিরলেন এ ওপেনার। মধ্য অক্টোবরে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয়, চতুর্থ ও পঞ্চম রাউন্ডে খেলার কথা ছিল তার। আপাতত তার মাঠে নামা হচ্ছে না। বিশ্রামেই কাটাতে হবে তিন সপ্তাহ।

সবকিছু ঠিকঠাক থাকলে বিশ্বকাপের পর পাকিস্তান সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরবেন তামিম।

ঢাকা/ইয়াসিন/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়