ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ফাইনালে ওঠার পর ফ্রান্স ফুটবল দলে করোনার হানা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৭, ৯ অক্টোবর ২০২১  
ফাইনালে ওঠার পর ফ্রান্স ফুটবল দলে করোনার হানা

উয়েফা নেশন্স লিগের দ্বিতীয় আসরের ফাইনালে উঠে বড় দুঃসংবাদ পেল ফ্রান্স। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় ছিঁটকে গেলেন মিডফিল্ডার আদ্রিওঁ রাবিও।

শনিবার (৯ অক্টোবর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ)।

করোনাভাইরাসে আক্রান্ত রাবিওকে আইসোলেশনে রাখা হয়েছে। দলের সঙ্গে ফাইনাল খেলতে তুরিন থেকে মিলানে যাওয়া হচ্ছে না তার।

দ্বিতীয়বারের মতো আয়োজিত নেশন্স লিগের শিরোপা লড়াইয়ে আগামী রোববার স্পেনের মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। সান সিরোয় বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে ম্যাচটি শুরু হবে।

দ্বিতীয় সেমি-ফাইনালে বেলজিয়ামকে হারানোর ম্যাচে ফ্রান্সের শুরুর একাদশে ছিলেন রাবিও। ৩-২ গোলের নাটকীয় জয়ের ম্যাচের ৭৫তম মিনিটে তাকে তুলে নেন কোচ। ফাইনালেও দলে জায়গা পাওয়ার সম্ভাবনা ছিল তার। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ায় বাদ পড়েছেন তিনি।

জুভেন্টাসের এই মিডফিল্ডারের শূন্যতা পূরণে নতুন কাউকে দলে ডাকেননি কোচ দিদিয়ে দেশম। ফাইনালে তার জায়গায় খেলতে পারেন মোনাকোর মিডফিল্ডার অহেলিয়া শুমেনি।

ঢাকা/রিয়াদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়