ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

আফ্রিদির মতে ভারত-পাকিস্তান ম্যাচে যে দল জিতবে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৩, ১০ অক্টোবর ২০২১   আপডেট: ১৫:৩৪, ১০ অক্টোবর ২০২১
আফ্রিদির মতে ভারত-পাকিস্তান ম্যাচে যে দল জিতবে

বিশ্বকাপের সুপার টুয়েলভের শুরুতেই ভারত-পাকিস্তানের ব্লকবাস্টার ম্যাচ। কোন দল জিতবে, কারা এগিয়ে- তা নিয়ে শুরু হয়েছে নানা মত। এবার তাতে যোগ দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এই হাই-ভোল্টেজ ম্যাচ নিয়ে কথা বললেন সাবেক অলরাউন্ডার।

আগামী ২৪ অক্টোবর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ২০১৯ সালের বিশ্বকাপের পর প্রথমবার তারা প্রতিদ্বন্দ্বিতায় নামছে। এই ম্যাচের আগে স্বাভাবিকভাবে প্রত্যাশার চাপ দুই দলের ওপর। আফ্রিদির মতে, যে দল ভালোভাবে চাপ সামলাতে পারবে এবং কম ভুল করবে তারাই সফল হবে।

আফ্রিদি বলেছেন, ‘দেখুন, ভারত বনাম পাকিস্তান ম্যাচ সবসময় খুব চাপের। যে দল চাপ ভালোভাবে সামাল দিতে পারবে তারাই জিতবে। এছাড়া যারা ভুল কম করবে তাদের জেতার ভালো সুযোগ থাকবে।’

সম্প্রতি পাকিস্তান তাদের দলে ডেকেছে ২০০৯ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক শোয়েব মালিককে। পিঠের সমস্যা নিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া শোয়েব মাকসুদের স্থলাভিষিক্ত তিনি। দলে নতুন এই অন্তর্ভুক্তিতে আফ্রিদির মনে সন্তুষ্টি, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে শোয়েব মালিককে ফিরিয়ে আনা খুব ভালো সিদ্ধান্ত। অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে পাকিস্তানের হয়ে খুব বড় ভূমিকা নিতে পারে সে।’

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়