ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

খুদে ক্রিকেটারের স্পিনজাদুর ভিডিও ভাইরাল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৩, ১২ অক্টোবর ২০২১   আপডেট: ১৫:২৫, ১৩ অক্টোবর ২০২১

ছেলেটির নাম সাদিদ। বয়স ৬ বছর। কি আশ্চর্যজনক প্রতিভা। লেগ স্পিন, গুগলিতে মন্ত্রমুগ্ধ করছে ছেলেটি। বাংলাদেশের এই খুদে ক্রিকেটারের স্পিন জাদুর কয়েকটি ডেলিভারির ভিডিও এখন ভাইরাল।

ফেসবুকে সাদিদের মামা ভিডিওটি পোস্ট করেছেন। যেখানে ২২ গজ দূর থেকেই বোলিং করছে সাদিদ। ডানহাত ঘুরিয়ে পেছন থেকে যেভাবে বল ছুড়ছে, দেখে মনে হতে পারে পুরোদস্তুর পেশাদার ক্রিকেটার। তার লেগ স্পিন, গুগলি ব্যাটসম্যানদের ব্যাটে-বলে সংযোগই হচ্ছে না। হলেও তা ডিফেন্সিভ ব্যাটিংয়ে। আর বল মিস হলেই স্টাম্পে। তা সে ঘাসের পিচ কিংবা পিচঢালা রাস্তা, যে কোনো পিচে বল একই রকম দুর্বোধ্য।

ভিডিওটি পোস্ট হওয়ার পর তা ভাইরাল। হাজার হাজার রিয়্যাক্ট, সঙ্গে শতাধিক কমেন্ট। শেয়ার হয়েছে ছয় হাজারের বেশি।

কেউ বলছেন, মাথাটা পুরো জট লেগে গেল। পুরাই একটা আগুন। কারো মন্তব্য, ‘সুপার ট্যালেন্টেড।’ কেউ লিখেছেন, ‘এই ছেলে একদিন বড় লেগ স্পিনার হবে, ইনশাআল্লাহ।’ আরেকজনের মন্তব্য, ‘আমরা হয়তো রশিদ খানকে পেতে যাচ্ছি।’ কেউ তাকে বিকেএসপিএতে ভর্তির দাবি জানান।

এই খুদে জাদুকরকে নিয়ে একটি সাক্ষাৎকার শিগগিরই প্রকাশিত হবে রাইজিংবিডিতে। চোখ রাখুন...।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়