ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

শুরু হচ্ছে ওয়ালটন-ক্র্যাব ক্রীড়া উৎসব

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৬, ১২ অক্টোবর ২০২১  
শুরু হচ্ছে ওয়ালটন-ক্র্যাব ক্রীড়া উৎসব

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) আয়োজনে ও ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় চলতি মাসের শেষ সপ্তাহে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন-ক্র্যাব ক্রীড়া উৎসব-২০২১’। এবারের ক্রীড়া উৎসবে সাতটি ইভেন্টে ক্র্যাবের সদস্যরা প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এ বিষয়ে ক্র্যাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাইফ বাবলু বলেন, ‘এ বছরও যথারীতি ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় চলতি মাসের শেষ সপ্তাহে শুরু হতে যাচ্ছে ওয়ালটন-ক্র্যাব ক্রীড়া উৎসব। আগের বছরের ইভেন্টগুলোর মতো এবারও থাকছে ক্যারম, ব্রিজ, শ্যুটিং, মিনি ম্যারাথন, ব্যাডমিন্টন ও ফুটবল। এর পাশাপাশি এবার নতুন করে যুক্ত করা হয়েছে ক্রিকেট। ফুটবল ইভেন্টে এ বছর ১০টি দল অংশ নিবে।’ 

ক্রীড়া উৎসবের ব্যাপারে ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক ( গেমস অ্যান্ড স্পোর্টস, মার্কেটিং) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘ওয়ালটন গ্রুপ সব ধরনের খেলাধুলায় পৃষ্ঠপোষকতা করার পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন সংগঠনে বার্ষিক খেলাধুলায়ও ওয়ালটন গ্রুপ বরাবরই আর্থিক সহযোগিতার পাশাপাশি সব ধরনের সহযোগিতা নিয়ে এগিয়ে আসছে। সাংবাদিকরা প্রতিনিয়ত একই ধরনের কাজ করায় তাদের মধ্যে একটা একঘেয়েমি চলে আসে। সেটা দূর করা সম্ভব ক্রীড়া উৎসবের মাধ্যমে। সাংবাদিকদের গতানুগতিক কাজের ভাজে নিরেট বিনোদন পাওয়া সম্ভব নিজেদের মধ্যে খেলাধুলা আয়োজনের মাধ্যমে। এতে করে যেমন একঘেয়েমি দূর হয়, তেমনি নিজেদের মধ্যে আন্তঃসম্পর্কগুলোও শক্তিশালী হয়। আশা করছি গেল বছরের মতো এবারও সফলভাবে সম্পন্ন হবে এই ক্রীড়া উৎসব।’

এই ক্রীড়া উৎসবের মিডিয়া পার্টনার থাকবে এটিএন বাংলা, এটিএন নিউজ ও আরটিভি। রেডিও পার্টনার থাকবে রেডিও টুডে। সহযোগিতায় থাকবে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার রাইজিংবিডি ডটকম।

ঢাকা/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়