ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মাহমুদউল্লাহকে ছাড়া আয়ারল্যান্ডের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫১, ১৪ অক্টোবর ২০২১   আপডেট: ১২:২৬, ১৪ অক্টোবর ২০২১
মাহমুদউল্লাহকে ছাড়া আয়ারল্যান্ডের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবু ধাবিতে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। দুই দলের ম্যাচটি স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হয়েছে। বাংলাদেশ সময় দুপুর ১২টায় ম্যাচটি মাঠে গড়িয়েছে। প্রথম প্রস্তুতি ম্যাচের মতো এই ম্যাচটিও কোনো টিভিতে দেখাচ্ছে না। এই ম্যাচে আগে ব্যাটিং করছে আইরিশরা। 

এ ম্যাচেও নেই অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। পিঠের ইনজুরির কারণে তাকে নিয়ে ঝুঁকি নিচ্ছে না টিম ম্যানেজমেন্ট। মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচও খেলতে পারেননি তিনি।

প্রথম ম্যাচটি ভালো যায়নি বাংলাদেশের। আঁটসাঁট ব্যাটিংয়ের পর বোলিং ভালো হলেও শেষটা ছিল বিষাদময়। ৪ উইকেটে ম্যাচ হেরে যায় বাংলাদেশ। 

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শেষে আজ রাতে ওমানে যাত্রা করবে বাংলাদেশ। স্থানীয় সময় রাত ৯টায় ওমানের উদ্দেশ্যে রওনা হবেন মাহমুদউল্লাহরা। ওমানে ১৭ অক্টোবর বিশ্বকাপের প্রথম দিনেই বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। ১৯ অক্টোবর বাংলাদেশ খেলবে ওমানের বিপক্ষে। বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচ ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির সঙ্গে।

বাংলাদেশ দল: লিটন (অধিনায়ক), নাঈম, সৌম্য, মুশফিক, আফিফ, সোহান, শামীম, মেহেদী, তাসকিন, নাসুম, মোস্তাফিজ ও রুবেল। 

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়