ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিশ্বকাপে শ্রীলঙ্কাকে মুরালিধরনের পরামর্শ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৭, ১৫ অক্টোবর ২০২১   আপডেট: ১৬:৩৩, ১৬ অক্টোবর ২০২১
বিশ্বকাপে শ্রীলঙ্কাকে মুরালিধরনের পরামর্শ

আর মাত্র দুই দিন পর শুরু হচ্ছে সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের আসরে প্রথম রাউন্ডে ৮টি দলের লড়াইয়ে উত্তীর্ণ চার দল অংশ নিবে সুপার টুয়েলভে আগেই জায়গা করে নেওয়া ৮ দলের বিপক্ষে। ২০১৪ সালের চ্যাম্পিয়ন ও তিনবারের ফাইনালিস্ট শ্রীলঙ্কাকে এবার খেলতে হবে প্রথম পর্বে। লঙ্কান স্পিন লিজেন্ড মুত্তিয়া মুরালিধরন তার দেশের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন আইসিসির এক সাক্ষাৎকারে।

নামিবিয়া, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম পর্বে খেলবে শ্রীলঙ্কা। সুপার টুয়েলভে সরাসরি জায়গা না পাওয়া প্রসঙ্গে মুরালিধরন বললেন, ‘এই দলকে প্রথম রাউন্ডের বাধা পেরোতে হবে। গত পাঁচ ছয় বছরে এই দল নিচের দিকে নেমেছে। আমাদের ইতিহাসে প্রথমবার এমনটা হলো। খোলাখুলি বললে, আমরা যথেষ্ট ভালো ছিলাম না। আমরা যথেষ্ট ভালো ক্রিকেট খেলতে পারিনি বলে এই অবস্থানে। কিন্তু সুপার টুয়েলভে দলকে তোলার মতো ও ছাপ রাখার মতো সারম্থ্যবান খেলোয়াড় আছে। কিন্তু প্রথমে তাদের সেই বাধা পেরোতে হবে।’

দাসুন শানাকার নেতৃত্বে এই দলে আছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাহিষ ঠিকাসানার মতো স্পিনাররা। তাদের নিয়ে আশাবাদী স্পিন লিজেন্ড, ‘স্পিনাররা খুব ভালো, কিন্তু ব্যাটিং কিছুটা দুর্বল। কিন্তু তারা যদি মানসম্মত সংগ্রহ স্কোরবোর্ডে আনতে পারে, তারপর বোলাররা প্রতিপক্ষকে ঠেকাতে পারবে। এটা করতে পারলে আমার মনে হয় তারা কিছু দলকে চমকে দিতে পারবে।’

বিশ্বকাপে শ্রীলঙ্কাকে মুরালিধরনের পরামর্শ, ‘শ্রীলঙ্কান খেলোয়াড়দের খুব বেশি চিন্তা না করতে পরামর্শ দিচ্ছি, বিশেষ করে বোলারদের। প্রতিপক্ষের নাম কিংবা খেলোয়াড়দের দিকে বেশি মনোযোগ দিবে না। চাপ নিয়ে দুশ্চিন্তা না করার চেষ্টা করবে। শুধু উপভোগ করো। এটাই টি-টোয়েন্টি ক্রিকেট।’

এবারের বিশ্বকাপে মুরালিধরন কাউকে ফেভারিট মানছেন না, ‘এই বিশ্বকাপের সবচেয়ে রোমাঞ্চকর ব্যাপার হলো পরিষ্কার করে ফেভারিট কেউ নেই। সংযুক্ত আরব আমিরাত ও ওমানে বিশ্বকাপ, নির্দিষ্ট করে বড় কোনো দল নেই। তাতে করে বহু সংখ্যক দলের মধ্যে যে কেউ ট্রফি হাতে নিতে পারে।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়