ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মুশফিকের অফফর্ম ভাবাচ্ছে না মাহমুদউল্লাহকে

মাসকট থেকে ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৪০, ১৬ অক্টোবর ২০২১   আপডেট: ১০:৫৯, ১৭ অক্টোবর ২০২১
মুশফিকের অফফর্ম ভাবাচ্ছে না মাহমুদউল্লাহকে

মাসকটের আল আমিরাত স্টেডিয়াম। হাওয়ায় ভাসা বলের উপরে তীক্ষ্ণ দৃষ্টি রেখে বাউন্ডারি লাইনে দৌড়াচ্ছেন মুশফিকুর রহিম। এরপর গতিতে নিয়ন্ত্রণ এনে বল তালুবন্দি করলেন। দূর থেকে মুশফিককে নজরে রাখা মাহমুদউল্লাহ রিয়াদ বাহবা দিলেন, 'গুড ক্যাচ মুশি, গুড ক্যাচ।'

বিশ্বকাপ শুরুর ঠিক আগের দিন শনিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ দলের হাই ক্যাচিং অনুশীলনের দৃশ্য এটি। অনুশীলনের ঠিক আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই মুশফিককে নিয়েই ভরসার বাণী শুনিয়েছিলেন দলীয় অধিনায়ক। অনুশীলনে এসে সতীর্থের তাড়না দেখে প্রশংসা করতে কার্পণ্য করেননি।

কিপিং গ্লাভস ছাড়ার পর দুর্দান্ত ক্যাচ নেওয়া অভ্যাসে পরিণত করেছেন মুশফিক। কিন্তু রান করা যেন ভুলেই গেছেন বাংলাদেশের ব্যাটিং স্তম্ভ। নিউ জিল্যান্ড সিরিজে নিজের ছায়া হয়ে ছিলেন। প্রস্তুতি ম্যাচেও হাসেনি তার ব্যাট। মাঝে নিজেকে ঝালিয়ে নিতে এ দলের হয়ে খেলেছিলেন এইচপির বিপক্ষে। সেখানে রান পেলেও মুশফিক দেশের বাইরে আঁধারে রয়েছেন। 

রাত পোহালেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে মুশফিকের অফফর্ম কি ভাবাচ্ছে দলনেতাকে? আল আমিরাতের ইনডোরে অস্থায়ী সংবাদ সম্মেলন কক্ষে মুশফিক নিয়ে মাহমুদউল্লাহ আশার বাণী শোনালেন,'মাঝেমাঝে এমন ম্যাচ যায় যেখানে আপনি সংগ্রাম করবেন। নেটে ও অনেক পরিশ্রমী। তাকে নিয়ে বেশি কিছু বলার নেই, আমরা সবাই জানি। সে দারুণভাবে অনুশীলন করছে। ওর ফর্মে ফেরা সময়ের ব্যাপার। সবাই তার পাশে আছি।’

প্রস্তুতি ম্যাচসহ সর্বশেষ নয় টি-টোয়েন্টি ম্যাচে মুশফিকের ব্যাট থেকে আসে ৬৭ রান। যা তার নামের সঙ্গে পুরোপুরি বেমানান। বিশ্বকাপের আগ মুহূর্তে মাহমুদউল্লাহ এসব ভাবতে চান না। মুশফিকের উপর পূর্ণ আস্থা রেখে মাহমুদউল্লাহ যোগ করেছেন, ‘আমরা সবাই জানি মুশফিক দলে কতটা মূল্যবান। এই ফরম্যাটে অনেক সময় অনেক ক্রিকেটারের ৩-৪ ম্যাচ খারাপ যেতে পারে। ওর মত খেলোয়াড় সম্পর্কে আমাদের বিন্দুমাত্র সন্দেহ নেই। বিগত বছরগুলোতে প্রমাণ করেছে ও কতটা চ্যাম্পিয়ন খেলোয়াড়।'

ক্যাচ অনুশীলন শেষে মুশফিক চলে যান ব্যাটিংয়ে। প্রায় ২০ মিনিট ধরে চালিয়ে যান ব্যাটিং। শামীম হোসেনের বলে বেশ কয়েকবার তাকে দেখা গেছে পছন্দে শট সুইপ খেলতে। দুয়েকটা এদিক-ওদিক হলেও বাকিটা সময় মুশফিক ছিলেন সাচ্ছন্দ্যে। বিশ্বকাপের মহারণে মুশফিককে ছন্দে ফিরতেই হবে, মুশফিক ছন্দে ফিরলেই ছন্দে থাকবে বাংলাদেশ। 

মাসকট/রিয়াদ/ইয়াসিন

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়