ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কেন গ্রেপ্তার হয়েছিলেন যুবরাজ?

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৩, ১৮ অক্টোবর ২০২১   আপডেট: ১৬:০৩, ১৮ অক্টোবর ২০২১
কেন গ্রেপ্তার হয়েছিলেন যুবরাজ?

ইনস্টাগ্রাম লাইভ ভিডিওতে ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহালকে নিয়ে জাতিবিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগে শনিবার হরিয়ানায় গ্রেপ্তার হন সাবেক অলরাউন্ডার যুবরাজ সিং। পরে তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে।

গত বছরের জুনে সাবেক সতীর্থ রোহিত শর্মার সঙ্গে একটি লাইভ ভিডিওতে লেগ স্পিনার চাহালের একটি টিকটক ভিডিও নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। সোশ্যাল মিডিয়ায় সেটি ঝড় তুলেছিল। ৩৯ বছর বয়সী সাবেক ক্রিকেটার পরে ‘অনিচ্ছাকৃত মন্তব্যের’ কারণে ক্ষমাও চান এবং বলেন তাকে ভুল বোঝা হয়েছে।

হরিয়ানার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা নিতিকা গাহলৌত বলেছেন, ‘আদালতের আদেশ অনুযায়ী যুবরাজ সিংকে গ্রেপ্তার করা হয় শনিবার এবং ওই দিনই অন্তর্বর্তীকালীন জামিন পান।’ তবে যুবরাজের প্রতিনিধি শাজমিন কারা বলেছেন, সাবেক ক্রিকেটারকে গ্রেপ্তার করা হয়নি।

সূত্রগুলো বলছে, চন্ডীগড় থেকে নিরাপত্তাকর্মীসহ চার থেকে পাঁচজন সহকারীকে নিয়ে হিসারে পুলিশের কাছে হাজির হন যুবরাজ।

হরিয়ানার এক দলিত আন্দোলনকর্মী গত ফেব্রুয়ারিতে অভিযোগ দায়ের করেন এবং কাস্তেস অ্যান্ড ট্রাইবস অ্যাক্ট অনুযায়ী যুবরাজকে গ্রেপ্তারের দাবি জানান। আদালতের আদেশ অনুযায়ী এফআইআর দায়ের হয়।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়