ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা হবে জীবনের সবচেয়ে বড় অর্জন: রাবাদা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৭, ১৮ অক্টোবর ২০২১  
টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা হবে জীবনের সবচেয়ে বড় অর্জন: রাবাদা

শুরু হয়ে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফেভারিট হিসেবে প্রতিযোগিতায় বেশ কয়েকটি দল থাকলেও দক্ষিণ আফ্রিকাকে হয়তো গুনছে না কেউ। কারণ চোকার্স তকমা লেগে আছে তাদের গায়ে। এবার কি সেই বৃত্ত ভাঙতে পারবে প্রোটিয়ারা? সময়ই বলে দিবে সেটা। তবে সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা জিততে পারলে তা হবে সেরা অর্জন, বললেন কাগিসো রাবাদা।

দক্ষিণ আফ্রিকার তারকা পেসার রাবাদা বললেন, ‘সেটা হবে খুবই বিশেষ। শতভাগ, ক্রিকেটে এটা হবে আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। (দেশের জন্য) ক্রিকেটের অন্যতম সেরা অর্জন হবে। আমরা আশাবাদী আমাদের প্রজন্ম এটা (ট্রফি) আনতে পারবে।‘

ছয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দুইবার সেমিফাইনালে খেলেছে- ২০০৯ ও ২০১৪ সালে। বাকি চার বার নকআউটে উঠতে ব্যর্থ। আইসিসি ইভেন্টে দলের ইতিহাস সমৃদ্ধ না হলেও এটা নিয়ে বেশি মাথা ঘামাতে পছন্দ নয় রাবাদার।

৩৫ ম্যাচে ৪১ উইকেট নেওয়া ডানহাতি পেসার বললেন, ‘আমি এটা নিয়ে আসলে এত কথাও বলতে পছন্দ করি না। অতীতে যা হয়েছে, তা অতীত। আমি এটা নিয়ে বেশি কথা বলতে চাই না। আমাদের সামনে একটি চ্যালেঞ্জ আছে। অতীতে কেউই ম্যাচ হারতে চায়নি। একই মানসিকতা নিয়ে আমরা এসেছি। এসব নিয়ে কথা বলার চেয়ে খেলাই গুরুত্বপূর্ণ।’

ওয়ানডে বিশ্বকাপে চারবার সেমিফাইনাল খেলেও জিততে পারেনি দক্ষিণ আফ্রিকা। কিন্তু রাবাদা আমিরাতে অনুষ্ঠিত বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন ২০১৪ সালে অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে। এবারো একই সাফল্য পেতে পান সেই খেলোয়াড়দের সঙ্গে নিয়ে, ‘যারা বিশ্বকে জানাতে চান, কতটা ভালো দল তারা’।

আগামী ২৩ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু হবে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ। সুপার টুয়েলভে তাদের অন্য প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড এবং প্রথম রাউন্ড থেকে ওঠা দুটি দল।

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়