ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মিরাজের ৬ উইকেট, এনামুলের হাফ সেঞ্চুরিতে দিন খুলনার

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৭, ১৮ অক্টোবর ২০২১   আপডেট: ২০:০৬, ১৮ অক্টোবর ২০২১
মিরাজের ৬ উইকেট, এনামুলের হাফ সেঞ্চুরিতে দিন খুলনার

যে দুটি উইকেট নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু রংপুর বিভাগ করেছিল, তা নিয়ে নিলেন মেহেদী হাসান মিরাজ। খুলনা বিভাগের স্পিনার প্রতিপক্ষকে ২৫৭ রানে গুটিয়ে দিলেন ৬ উইকেট শিকার করে। জবাবে এনামুল হক বিজয়ের হাফ সেঞ্চুরিতে জাতীয় ক্রিকেট লিগের প্রথম স্তরের ম্যাচে দুই দিন শেষে স্বস্তিতে খুলনা।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ৮ উইকেটে ২২৬ রানে সোমবার খেলা শুরু করেছিল রংপুর। আর ২০ রান যোগ করতে ধীমান ঘোষকে (৩১) নিজের পঞ্চম শিকার বানান মিরাজ। রবিউল হকও ২৮ রানে তার বলে জিয়াউর রহমানকে ক্যাচ দেন।

৪১.১ ওভারে ১৩ মেডেনসহ ৯০ রান দিয়ে মিরাজ নিলেন ৬ উইকেট। তিন উইকেট আল আমিন হোসেনের।

প্রথম ইনিংস খেলতে নেমে এনামুল হাল ধরেন। ৮৩ রানে ৩ উইকেট হারানোর পর তার সঙ্গে শক্ত জুটি গড়েন খুলনার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। ৩৩ রানে তাকে বিদায় করে ৬৩ রানের জুটি ভাঙেন সোহরাওয়ার্দী শুভ। মিরাজের সঙ্গে ২৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিন শেষ করেন এনামুল।

১৩৫ বলে ৪টি চার ও ৩টি ছয়ে ৭২ রানে অপরাজিত এনামুল। ১৭ রানে খেলছেন মিরাজ। ৮৬ রানে পিছিয়ে খুলনা।

শুভ ৩ উইকেট নিয়ে এখন পর্যন্ত রংপুরের সেরা বোলার।

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়