ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

খেলোয়াড়দের অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন তুললেন পাপন

মাসকট থেকে ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৯, ১৮ অক্টোবর ২০২১   আপডেট: ২২:০৬, ১৮ অক্টোবর ২০২১

ওমানে মাসকটের শেরাটন হোটেলের লিফট থেকে বের হওয়ার পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের দিকে তাকানোই যাচ্ছিল না। চোখে-মুখে রাজ্যের হতাশা। গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন, স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ হারবে, তিনি চিন্তাই করেননি।

বিসিবি সভাপতি বলেন, 'মানে, কখনো চিন্তাতে আসেনি যে আমরা স্কটল্যান্ডের সঙ্গে ম্যাচটা হারতে পারি।  আমরা শ্রীলঙ্কার সঙ্গে অনুশীলন ম্যাচ হেরেছি, আয়ারল্যান্ডের সঙ্গেও হেরেছি।  কিন্তু তখনও আমাদের মনে হয়েছে যে আমাদের নিয়মিত চার খেলোয়াড় নেই। তামিম নেই, বিশ্বকাপে সে নেই। সাকিব নেই, রিয়াদ (মাহমুদউল্লাহ) নেই ইনজুরির জন্য, মোস্তাফিজ নেই।  একটি টিমের নিয়মিত তিন চারটা খেলোয়াড় যদি না খেলে, তাহলে এটা হতেই পারে।  কিন্তু কাল তো সমস্যাটা ছিল না।  কাল তো আমাদের পুরো টিমই ছিল। সে জায়গাটায় আমরা এভাবে হেরে যাব, এমন কল্পনা... মানে চিন্তাতেও আসেনি। সত্যি কথা বলতে আমরা কখনো চিন্তাও করিনি যে স্কটল্যান্ডের সাথে আমরা হারতে পারি।'

খেলোয়াড়দের অ্যাপ্রোচ পছন্দ হয়নি বিসিবি সভাপতির। পাপন বললেন, ‘কেন হেরে গেলাম? প্রাথমিক জিনিসটা হলো হারা জেতা নিয়ে আমি কখনো চিন্তিত না। ক্রিকেটে এমনটা হতেই পারে। বিশেষ করে টি-টোয়েন্টিতে এটা হয়। কিন্তু আমার যে জিনিসটা খারাপ লেগেছে সেটা হলো টিম অ্যাপ্রোচ।’

ঢাকা/রিয়াদ/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়