Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ০৯ ডিসেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ২৫ ১৪২৮ ||  ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৩

টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে স্কটল্যান্ড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০১, ১৯ অক্টোবর ২০২১   আপডেট: ২১:০৩, ১৯ অক্টোবর ২০২১
টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে স্কটল্যান্ড

বাংলাদেশের বিপক্ষে উড়ন্ত সূচনা হয়েছে স্কটল্যান্ডের। ৬ রানে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ জেতার দুই দিন পর পাপুয়া নিউ গিনির মুখোমুখি হয়েছে তারা। এই ম্যাচ জিতলে সুপার টুয়েলভের পথে বড় ধাপ ফেলবে স্কটিশরা।

এই ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে স্কটল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে জয়ের অভিজ্ঞতা নিয়ে টসের পর অধিনায়ক কাইল কোয়েটজার বলেছেন, ‘দারুণ কিছু স্মৃতি তৈরি হলো। আমরা একটি জাতি হিসেবে বড় কিছু অর্জন করতে সমর্থ।’ সাফিয়ান শরীফ বাদ পড়েছেন, দলে ঢুকেছেন আলিসদাইর ইভান্স।

ওমান ম্যাচে হার নিয়ে পাপুয়া নিউ গিনি অধিনায়ক আসাদ ভালা বলেছেন, ‘দুই উইকেট হারানোর পর আমরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছিলাম, তা ইতিবাচক। আমাদের ওভার ভালোভাবে শেষ করতে পারিনি।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়