Risingbd Online Bangla News Portal

ঢাকা     রোববার   ২৮ নভেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ১৪ ১৪২৮ ||  ২১ রবিউস সানি ১৪৪৩

বিশ্বকাপে ভারতকে ‘হট ফেভারিট’ বললেন ভন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২২, ২১ অক্টোবর ২০২১   আপডেট: ১৩:৩৫, ২১ অক্টোবর ২০২১
বিশ্বকাপে ভারতকে ‘হট ফেভারিট’ বললেন ভন

এই টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরের মাঠে খেলার কথা ছিল ভারতের। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে তা সরিয়ে নেওয়া হয়েছে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে। বিশ্বকাপের জন্য প্রস্তুতি অবশ্য তাদের খেলোয়াড়রা নিয়েছেন আইপিএলে। তবে সেরা প্রস্তুতি তাদের হয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘাম ঝরানো ম্যাচে। দুটি ম্যাচেই জিতেছে তারা। এই দাপুটে পারফরম্যান্স দেখে ভারতকে ‘হট ফেভারিট’ মানছেন মাইকেল ভন।

আগামী ২৪ অক্টোবর দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে ভারত। এর আগে সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে প্রস্তুতি ম্যাচে ৭ উইকেটে হারিয়েছে তারা। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেয়েছে ৮ উইকেটে। এমন স্বতঃস্ফূর্ত জয়ের পর বিরাট কোহলির দলকে নিয়ে অভিমত জানান ভন।

ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার টুইটারে লিখেছেন, ‘প্রস্তুতি ম্যাচে ভারত যেভাবে খেলছে তাতে সম্ভবত তারাই এখন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের জন্য হট ফেভারিট।’

ঢাকা/ফাহিম

সর্বশেষ

পাঠকপ্রিয়