ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

ব্যাট হাতে ধারাবাহিক সাকিব

মাসকাট থেকে ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫২, ২১ অক্টোবর ২০২১  
ব্যাট হাতে ধারাবাহিক সাকিব

সূর্যের চোখ রাঙানিতে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকা দায়। খালি চোখে কোথাও দৃষ্টি দেওয়া যেনো এক প্রকার শাস্তি! তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস হলেও অনুভব হচ্ছে ৪০ ডিগ্রির মতো! মাসকটের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে এমন প্রতিকূলতার মধ্যেও সাবলীল ব্যাটিং করে দলকে বড় সংগ্রহ এনে দিয়েছেন সাকিব আল হাসান। 

পাপুয়া নিউ গিনির বিপক্ষে বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের বি গ্রুপের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ। ওপেনার মোহাম্মদ নাঈম প্রথম বলে  জীবন পাওয়ার পরও ইনিংস বড় করতে পারেননি। দ্বিতীয় বলে আউট হন সীমানায় ক্যাচ দিয়ে। ওমানের বিপক্ষে চারে ব্যাটিং করলেও সাকিব আজ তিনে ফেরেন। নতুন বলে তৃতীয় বলেই ২২ গজে সাকিব। সাকিবকে ওপেনার বললে কি ভুল হবে? 

টানা ফ্লপ লিটন দাস আজ খোলস ছেড়ে বেরিয়ে দারুণভাবে সহায়তা করেছেন বিশ্বসেরা অলরাউন্ডারকে। জুটি বেধেছেন ৫০ রানের। মাঠে নেমে প্রথম বলেই সাকিবের ব্যাটে রান। ফাইন লেগে বল পাঠিয়ে সিঙ্গেল। শুরুতে একটু সময় নিয়ে থিতু হয়েছেন সাকিব।এরপর নিজের স্বাভাবিক ব্যাটিং করে যান বাঁহাতি ব্যাটসম্যান।
চার্লস আমিনির অসাধারণ ক্যাচে আউট হওয়ার আগে সাকিবের ব্যাট থেকে ৩৭ বলে আসে ৪৬ রান। ওমানের বিপক্ষে ৪২ রানের ইনিংসে কোনো ছক্কা না মারলেও আজ হাওয়ায় ভাসিয়ে বল সীমানার বাইরে পাঠিয়েছেন তিনবার। আগের দিন চার মেরেছিলেন ৬টি। আজ কোনো চারই নেই। 

ওমানের বিপক্ষে ব্যাটে বলে দারুণ পারফরম্যান্স করে দলকে জয় এনে দিয়েছিলেন সাকিব। আজ ব্যাটিংয়ে দ্যুতি ছড়িয়েছেন। বল হাতে তার স্পিন বিষে পিএনজি নীল হবে এমনটাই প্রত্যাশা।  

 

মাসকট/রিয়াদ/ইয়াসিন

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়