ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বাঁচা-মরার লড়াইয়ে বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ রান

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩০, ২১ অক্টোবর ২০২১  
বাঁচা-মরার লড়াইয়ে বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ রান

শুরুটা করেছিলেন সাকিব আল হাসান। সঙ্গ দিয়েছিলেন লিটন দাস। মাঝে হাল ধরেন মাহমুদউল্লাহ। অধিনায়কের ব্যাটে ছিল ঝড়। শেষটা রাঙিয়েছেন আফিফ ও সাইফউদ্দিন। সম্মিলিত প্রচেষ্টায় টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ দলীয় রান পেল বাংলাদেশ। 

ওমানের আল আমিরাত স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ১৮১ রান তোলে বাংলাদেশ। যা টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ রান। এর আগে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে ২ উইকেটে ১৮০ রান করেছিল বাংলাদেশ। 

লিটন শুরুতে ২৩ বলে তোলেন ২৯ রান। এরপর সাকিব ৩৭ বলে ৪৬ রান করেন। ব্যাট হাতে ঝড় তোলেন মাহমুদউল্লাহ। ২৮ বলে ৩টি করে চার ও ছক্কায় ৫০ রান করেন তিনি। বিশ্বকাপে এটি তার প্রথম ফিফটিও। এরপর আফিফ হোসেন ১৪ বলে ২১ ও সাইফ উদ্দিন ৬ বলে ১৯ রান করেন। শেষ ওভারে সাইফ উদ্দিন ২ ছক্কা ও ১ চারে বাংলাদেশের স্কোর চূড়ায় নিয়ে যান। 

বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ রান

১৮১/৭- পাপুয়া নিউ গিনি
১৮০/২- ওমান
১৭৫-৬- পাকিস্তান
১৬৫/৪- ওয়েস্ট ইন্ডিজ
১৫৬/৫- অস্ট্রেলিয়া 

ঢাকা/ইয়াসিন/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়