ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

নিউ জিল্যান্ড সফরের আগে টি-টোয়েন্টি ছাড়তে চেয়েছিলেন তামিম

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫১, ২৩ অক্টোবর ২০২১  
নিউ জিল্যান্ড সফরের আগে টি-টোয়েন্টি ছাড়তে চেয়েছিলেন তামিম

দীর্ঘদিন ধরে টি-টোয়েন্টি ক্রিকেট না খেলায় বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তামিম ইকবাল। যারা নিয়মিত খেলছেন তাদের বিশ্বকাপে খেলার সুযোগ প্রাপ্য বলে মন্তব্য করেন তিনি। বিশ্বকাপের পর এ ফরম্যাটে ফিরবেন এমন ঘোষণাও দিয়েছেন বাংলাদেশি ওপেনার।

তবে তামিম এ বছরের শুরুতে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এমন তথ্য জানালেন নাজমুল হাসান পাপন। তার দাবি, এ বছরের শুরুতে নিউ জিল্যান্ড সফরে যাওয়ার আগে তার সঙ্গে দেখা করে টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে নিজের ভাবনা জানিয়েছিলেন তামিম। বলেছিলেন, এ ফরম্যাট আর খেলতে চান না। অবসর নিয়ে নেবেন। কিন্তু নাজমুল হাসানের কথায় তখন অবসর নেওয়া হয়নি তার।

সময় টিভিকে দেওয়া সাক্ষাৎকারে নাজমুল হাসান বলেন, ‘তামিম প্রত্যেকটা সিদ্ধান্ত আমার সঙ্গে আলাপ করে নিয়েছে। নিউ জিল্যান্ডে সফর করার আগে ও আমাকে বলেছে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিতে চায়। ও খেলতে চায় না। আমি ওকে বলেছি, তুমি খেলে আসো। তারপর দেখা যাবে। এগুলো কিন্তু অনেক আগের থেকেই হয়েছে।‘

তবে যে কোনো এক ফরম্যাট থেকে সরে আসার সিদ্ধান্তকে ভুল কিছু দেখছেন না নাজমুল হাসান, ‘অনেকেই এরকম করতে পারে। কারণ আমাদের এত খেলা। কোভিডের কারণে অনেক খেলা হয়নি। এখন টানা একটার পর একটা খেলা। টানা তিন ফরম্যাটে খেলা সবার পক্ষে খেলা সম্ভব না। ওরা নিজেরা বেছে নিচ্ছে। তামিম এখন ওয়ানডে অধিনায়ক। ওয়ানডেতে তো খেলবেই। টেস্ট ও টি-টোয়েন্টির মধ্যে টেস্ট বেছে নিবে। ক্লাস খেলোয়াড়রা তো টেস্টই খেলবে। আমার ধারণা এটা হতে পারে। অন্য ঝামেলাও থাকতে পারে। সেটা আমাকে না বললে তো বুঝতে পারব না।’ 

তবে বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত জানানোর পর তামিম এ ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়ার কথা বলেছিলেন, ‘আমি টি-টোয়েন্টি থেকে অবসর নিচ্ছি না। কিন্তু সম্ভবত এ বিশ্বকাপ আমার খেলা হবে না। আমার মনে হয় এটা ফেয়ার ডিসিশন। ইনশাআল্লাহ এর মধ্যে দেশে কিংবা বাইরে কোনো খেলা থাকলে সেখানে তো খেলার চেষ্টা করব। সামনে তো আরো খেলা আছে, সেখানে দেখা হবে।’

বাংলাদেশের হয়ে তামিম সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন গত বছরের মার্চে, জিম্বাবুয়ের বিপক্ষে। এরপর বাংলাদেশ চারটি সিরিজ খেলে এসেছে বিশ্বকাপে। প্রতিটিতেই তিনি ছিলেন অনুপস্থিত।

৭৮ টি-টোয়েন্টি খেলা তামিম বিশ্বকাপের পর পাকিস্তান সিরিজ দিয়ে মাঠে ফিরবেন। বিশ্বকাপের পর পরই পাকিস্তানের বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ তামিমকে নিয়েই।

ঢাকা/ইয়াসিন/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়