ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ভারতকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৫, ২৪ অক্টোবর ২০২১   আপডেট: ২০:২৩, ২৪ অক্টোবর ২০২১
ভারতকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচের টস হয়েছে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নিয়েছে পাকিস্তান।

উত্তেজনার পারদে ঠাসা ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে গড়াচ্ছে আধঘণ্টা পরই। দুই দলই জয়ের জন্য আত্মবিশ্বাসের তুঙ্গে। তবে পাকিস্তানের আকাঙ্ক্ষা একটু বেশি তীব্র। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫ বারের দেখায় একবারও জিততে পারেনি তারা।

ম্যাচের আগের দিন ১২ জনের দল ঘোষণা করেছিল পাকিস্তান। সেই দল থেকে একাদশে কেবল ঢুকতে পারেননি হায়দার আলী। আর ভারতের ১৫ জনের দল থেকে বাদ পড়েছেন ইষান কিষাণ, রবীচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর ও দীপক চাহার।

পাকিস্তান স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহঅধিনায়ক), আসিফ আলী, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ রিজওয়ান, শাহীন শাহ আফ্রিদি, শোয়েব মালিক।

ভারত স্কোয়াড: লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, বরুণ চক্রবর্ত্তী, মোহাম্মদ শামি, যশপ্রীত বুমরা।

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়