ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

ম্যাচ বিরতিতে রিজওয়ানের নামাজ পড়ার ভিডিও ভাইরাল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৯, ২৫ অক্টোবর ২০২১   আপডেট: ১২:৩৬, ২৫ অক্টোবর ২০২১
ম্যাচ বিরতিতে রিজওয়ানের নামাজ পড়ার ভিডিও ভাইরাল

ভারতকে বিশ্বকাপে প্রথমবার হারিয়ে পাকিস্তান ভাসছে আনন্দের মহাসমুদ্রে। ১০ উইকেটের জয়ের ভিত গড়ায় প্রশংসিত হচ্ছেন শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। তবে বিশেষ নজর কেড়েছেন রিজওয়ান। তার পারফরম্যান্স দিয়ে তো বটেই, ভারতের ইনিংস চলাকালে পানি পানের বিরতিতে নামাজ পড়ায় তাকে প্রশংসায় ভাসাচ্ছেন সাবেক পাকিস্তানি ফাস্ট বোলার শোয়েব আখতার।

রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের টুইটারে পোস্ট করা এক ভিডিও ক্লিপে রিজওয়ানকে নামাজ পড়তে দেখা গেছে। ওই সময় ভারতীয় ক্রিকেটাররা পানি পানে ব্যস্ত ছিলেন। সোশ্যাল মিডিয়ার ভক্তদের মতে, ওই সময় মাগরিবের নামাজ পড়ছিলেন পাকিস্তানি ওপেনার। এই ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে।

টুইটারে শোয়েব ক্যাপশনে লিখেছেন, ‘আল্লাহ সেই ব্যক্তিকে কখনো অন্যের সামনে মাথা ঝুঁকতে দেয় না যে তার কাছে মাথা নত করে।’

১৫২ রানের লক্ষ্যে নেমে বাবর ও রিজওয়ান দুরন্ত ব্যাটিং করেন। ১৩ বল হাতে রেখে ম্যাচ জিতে যায় পাকিস্তান। এর আগে ৩১ রান খরচায় ৩ উইকেট নিয়ে ভারতকে ৭ উইকেটে ১৫১ রানে আটকে রাখতে ভূমিকা রাখেন শাহীন আফ্রিদি।

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়